• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

শারীরিক উপস্থিতিতে বিচারের পথ খুললো হাইকোর্টে 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০৮:৩৭ পিএম
শারীরিক উপস্থিতিতে বিচারের পথ খুললো হাইকোর্টে 

স্বাস্থ্যবিধি মেনে হাইকোর্টের যে কোনো বেঞ্চ চাইলে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ চালাতে পারবে।

রোববার (৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

এর আগে করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণের লকডাউন আগস্টের শুরুতে তুলে নেওয়ার পর হাই কোর্ট বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ চলছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “হাইকোর্ট বিভাগের যে সকল বেঞ্চ শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম পরিচালনা করতে ইচ্ছুক, সে সকল বেঞ্চ কর্তৃক নির্ধারিত তারিখ হতে স্বাস্থ্যবিধি ও প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণক্রমে শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম পরিচালনা করতে পারেন।”

এর আগে গত বছর মহামারি শুরুর পর সরকারি বন্ধের সঙ্গে সঙ্গতি রেখে আদালতও খোলা-বন্ধ হয়েছে।

তবে নিম্ন আদালতে সশরীরে উপস্থিতিতে বিচার শুরু হলেও উচ্চ আদালত ভার্চুয়ালিই চালিয়ে আসা হচ্ছে।  

এরপর সংক্রমণের হার কমে যাওয়ায় এখন শিক্ষা প্রতিষ্ঠানও খুলতে যাচ্ছে দেড় বছর পর।

এদিকে রোববার সেই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নেওয়ার পর হাই কোর্টেও সশরীরে উপস্থিতিতে বিচারকাজ চালানোর সুযোগ করে দেওয়া হল।
 

Link copied!