• ঢাকা
  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২, ২০ মুহররম ১৪৪৬

ঢাকায় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২, ২০২১, ০১:১১ পিএম
ঢাকায় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু

ঢাকা মহানগর ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজের টিকা দান কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২ আগস্ট) সকাল থেকে বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল ও স্বায়ত্তশাসিত হাসপাতালসহ বিভিন্ন টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়।

অ্যাস্ট্রাজেনেকার টিকার মজুত ফুরিয়ে যাওয়ায় মে মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে দ্বিতীয় ডোজের টিকাদান বন্ধ করে দেওয়া হয়। এ কারণে প্রথম ডোজের টিকা নিয়েছেন এমন ১৫ লাখ ২১ হাজার মানুষ দ্বিতীয় ডোজ পাননি। এসব মানুষের জন্য আজ সোমবার আবার শুরু হয়েছে টিকা কার্যক্রম। ৭ আগস্ট সারা দেশে টিকা দেওয়া শুরু হবে।

শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ইপিআই) মো. শামসুল হক জানান, গত ২৪ জুলাই যে দুই লাখ ৪৫ হাজার টিকা এসেছে, তা এরই মধ্যে বিতরণ করা হয়েছে। এই টিকা ঢাকা মহানগরী ও আশপাশের জেলায় দেওয়া হবে। বাকিগুলো দেশের অন্যান্য জেলায় পাঠানোর প্রস্তুতি চলছে। এ ক্ষেত্রে যারা যে কেন্দ্র থেকে প্রথম ডোজ নিয়েছেন, ঠিক সেই কেন্দ্রে গিয়েই তাঁদের দ্বিতীয় ডোজ নিতে হবে।

শামসুল হক আরো জানান, যারা আগে দ্বিতীয় ডোজের এসএমএস পেয়েছিলেন, তাদের আর নতুন এসএমএস লাগবে না। তারা যেকোনো সময় কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। যারা প্রথম ডোজ হিসেবে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন, তারা যেনে দ্বিতীয় ডোজে কোনোভাবেই অন্য কোনো কোম্পানির টিকা না নেন।

Link copied!