• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৫ বিচারক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ১০:৫৩ পিএম
২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৫ বিচারক

প্রতিবারের মতো এবারও বিশাল আয়োজন নিয়ে ১৫ জানুয়ারি শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত বিংশতিততম এ উৎসবে বাংলাদেশসহ ৭০টি দেশের ২২৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

এই বিপুল আয়োজনে বিচারক হিসেবে থাকছেন দেশ-বিদেশের মোট ১২ জন জুরি। এছাড়া চলচ্চিত্র সমালোচকদের আন্তর্জাতিক ফেডারেশন ফিপ্রেসি (FIPRESCI) থেকে থাকছেন আরও তিনজন জুরি। উৎসবের প্রতিযোগিতা বিভাগের ছবিগুলো বিচার করবেন নরওয়ের নির্মাতা ও প্রযোজক গিডা ভেলভিন মিক্লেবাস্ট, ফ্রান্সের সমাজতাত্ত্বিক ও চিত্রসমালোচক মেরাল মেলিকা ডুরান, ফ্রান্সের নির্মাতা ও লেখক পিয়েরে ফিলমন, রাশিয়ার চলচ্চিত্রের ইতিহাস বিশেষজ্ঞ রোমান ডোরোফিভ, তুরস্কের সাংবাদিক ও লেখক ওইয়া ডোগান, বুলগেরিয়ার নির্মাতা ইয়ানা লেকারস্কা, ইরানের চলচ্চিত্র প্রযোজক এলাহি নোবাখত, বাংলাদেশের স্বাধীন নির্মাতা মেহজাদ গালিব, বেলারুশের চলচ্চিত্র বিশেষজ্ঞ ও সাংবাদিক ইগর সুকমানভ, ভারতের চিত্রনাট্যকার ও অভিনেত্রী রাজনি বাসুমাতারি, ইরানের নির্মাতা নেগিন আহমাদি ও বাংলাদেশের অভিনেতা নাদের চৌধুরী।

চলচ্চিত্রবিষয়ক লেখক ও সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন ‘ফিপ্রেসি’ থেকে এই উৎসবে জুরি হিসেবে থাকবেন মিসরের চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক মোহাম্মেদ সায়িদ আবদেলরেহিম,  ভারতের চলচ্চিত্র সাংবাদিক ও চিত্রসমালোচক সিরাজ হাশিম সাঈদ এবং বাংলাদেশের চলচ্চিত্র লেখক ও সাংবাদিক বিধান রিবেরু।

উৎসব চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। আর ছবি দেখানো হবে রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন, কবি সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, নন্দন থিয়েটার (মুক্তমঞ্চ) ও নৃত্যশালা মিলনায়তন, আঁলিয়স ফ্রঁসেজ মিলনায়তন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তন ও স্টার সিনেপ্লেক্সে।

উৎসব সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়: http://www.dhakafilmfestival.org

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!