• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

ভাসান


শ্রীজাত
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২২, ০২:৫৪ পিএম
ভাসান

রইল পড়ে শুকিয়ে যাওয়া ফুল
রইল পড়ে শুভ্র ডাকের সাজ 
মৃত্যুদিনও করেনি খুব ভুল—
সরস্বতী ভাসান যাবেন আজ। 

সা থেকে সা আমার দেশের মাটি।
পা থেকে পা মিলিয়ে চলা সুরে, 
তাঁর কণ্ঠের আলোতে পথ হাঁটি। 
জিরোয় না গান। এমন ভবঘুরে। 

জিরোয় শুধু ক্লান্ত শরীরটুকু 
সময় এলে বাজে না এস্রাজ... 
আলতো হাতে আলগা করি মুকুট, 
সরস্বতী ভাসান যাবেন আজ। 

প্রাণ যাবে, তাও গান যাবে না কোথাও 
আশেপাশেই থাকবে বাতাস হয়ে, 
দু’ধারে থাক সুরেলা সভ্যতাও
গান-নদী তার মাঝখানে যাক বয়ে... 

দেবীর চালচিত্র ছিল দেশই 
শরীরে তার সুরের কারুকাজ।
এবার তাকে নিঃস্ব দেখায় বেশি,
সরস্বতী ভাসান যাবেন আজ...

Link copied!