• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২, ২ রবিউল আউয়াল ১৪৪৬

হেড ও টেল


আফরোজা সোমা
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২২, ০১:৫৯ পিএম
হেড ও টেল

মারি ও মড়কের গল্পেও ফুল ফোটে। প্রেমের গল্পেই মুদ্রার হেড ও টেলের মতো থাকে বিচ্ছেদ।

 

ভাটফুল জানে, ভাতের চেয়ে সুগন্ধি নয় আর কোনো পুষ্প। মায়ার চেয়ে গভীর নয় আর কোনো প্রেম। চৈত্র দিনের খরায় শুকনো পুকুরে কাদায় নিজেকে লুকায় যে মাছ সে আসলে কাঙাল, বাঁচতে চায়। ধানের গন্ধে উড়াল ভুলে উঠানেই থাকতে চায় যে বোকা পাখি, তার মরণ! মানুষের ছানারা পাখিবন্দী পাখিবন্দী খেলে।

 

এই মায়ার গল্প তোমার বুকের তোরঙ্গতে বিনিসুতার শুকনো একটা মালার মতন থাক। মায়ার গল্পে প্রেমের মতন হেড ও টেল নাই।

Link copied!