• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

নিজের পোশাক ভাড়া দিয়েই আয় ৭০ লাখ!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১, ১১:১৮ এএম
নিজের পোশাক ভাড়া দিয়েই আয় ৭০ লাখ!

নারীরাও এখন সাবলম্বী। ঘরে-বাইরে যেভাবেই হোক তারা বসে নেই। উপার্জন করছেন। নিজের  আলাদা পরিচয় বানাচ্ছেন। নতুন পোশাক বিক্রি করে নারীরা এখন ঘরে বসেই ব্যবসা করছেন। বেশ সাড়াও পাচ্ছেন। কিন্তু নিজের ব্যবহার করা পোশাক নিয়েও ব্যবসা করছেন এমন নারী কি দেখছেন? নিজের পোশাক ভাড়া দিয়ে লাখ টাকা আয় করছেন অস্ট্রেলিয়ান এক নারী।

অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা ব্রিটানি ম্যাককোয়াড। নারীদের মনের অবস্থা নারীরাই বুঝতে  পারেন, সেটাই প্রমাণ করেছেন তিনি। কোনো পার্টি, অনুষ্ঠানে যেতে নারীদের নতুন পোশাক চাই। কিন্তু সবসময় নতুন পোশাক কেনা সম্ভব হয় না। আবার পোশাক একবার পরা হলে তা  আলমারিতেই থেকে যায়। অর্থও অপচয় হয়। নারীদের এই চিন্তাকেই কাজে লাগিয়েছেন ব্রিটানি ম্যাককোয়াড। নিজের পোশাক দিয়েই শুরু করেছেন ব্যবসা।

২০ বছর বয়সেই শুরু হয় ব্রিটানি ম্যাককোয়াডের এই ব্যবসা। অনলাইনে ড্রেস ভাড়া দেন তিনি। ড্রেস ভাড়ার ব্যবসায় লাখ টাকার ওপরে আয়ও করেছেন তিনি। আর নিজের টাকা দিয়ে কিনেও ফেলেছেন নিজের স্বপ্নের বাড়ি।ও

ব্রিটানি ম্যাককোয়াড বলেন, ‘২০১৭ সাল থেকে নিজের পোশাক অনলাইনে অন্যকে ভাড়া  দেওয়া শুরু করি। এমন অনেক পোশাক ছিল আমার, যা একবারই শুধু পরেছি। আলমারিতে পরে ছিল। পরে অন্যকে ভাড়ায় দেওয়ার কথা মাথায় আসে। অনলাইনে বিজ্ঞাপন দেই। সাড়াও পাই।‘

গ্রাহকদের সাড়া পেয়ে বেশ উচ্ছ্বসিত ব্রিটানি ম্যাককোয়াড। তিনি বলেন, ‘ভাড়ায় ড্রেস নেওয়ার বাজার অনেকটাই বড়। অনেকেই শুধুমাত্র একবার পরার জন্য দাম দিয়ে কোনও ড্রেস কিনতে পছন্দ করেন না। এর জন্যই সিক্রেট ট্রেড সেলিং সাইটে নিজের জামাকাপড় অন্যকে ভাড়ায় দেওয়া শুরু করি।‘

অনলাইন সাইটে ব্রিটানি ম্যাককোয়াডের একটি ড্রেস ১১০০ টাকায় ভাড়া পাওয়া যাচ্ছে। এই ব্যবসায় দ্বিগুণ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান ব্রিটানি ম্যাককোয়াড।

দ্য সান-এর প্রতিবেদনে জানায়, গত ৪ বছর ধরে ব্রিটানি ম্যাককোয়াড অনলাইনে ড্রেস ভাড়া দেওয়ার ব্যবসা করছেন। এই পর্যন্ত তিনি প্রায় ৭০ লাখ টাকা আয় করেছেন। ২৫টি ড্রেস দিয়ে শুরু করেছিলেন তিনি। এখন তার কাছে প্রায় ৩০০-র ওপরে ড্রেস রয়েছে। এগুলোর ভাড়া ১১০০ টাকা থেকে ২২০০ টাকার মধ্যেই।

ব্রিটানি ম্যাককোয়াড বলেন, ‘ভাড়ার টাকা দিয়েই নতুন ড্রেস কিনে নেই। সেই নতুন ড্রেস একবার পরি। এরপর সেই ড্রেস আবারও অনলাইনে সাইটে ভাড়া দেওয়ার জন্য বিজ্ঞাপন দেই। ইন্সটাগ্রামেও বেশ সাড়া পেয়েছি।‘

বর্তমানে ইন্সটাগ্রামে ব্রিটানি ম্যাককোয়াডের ফলোয়ার সংখ্যা প্রায় ২০ হাজার। যারা ব্রিটানি ম্যাককোয়াডের ড্রেসের খুব প্রশংসা করেন।

২৪ বছর বয়সী ব্রিটানি ম্যাককোয়াড জানান, এই ব্যবসা থেকেই ৩.৫ কোটি টাকার ২ বেডরুমের টাউনহাউজ কেনার জন্য অগ্রিম ৩ কোটি টাকা ডিপোজিট করেছেন। শিগগিরই নিজের টাকায় স্বপ্নের বাড়ি পাচ্ছেন তিনি।

Link copied!