• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

চৈত্রসংক্রান্তিতে যা করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২২, ০৩:৩৬ পিএম
চৈত্রসংক্রান্তিতে যা করবেন

বাংলা বছরের শেষ দিন হচ্ছে চৈত্র সংক্রান্তি। নানা আয়োজনে দিনটি উদযাপন হয়। নববর্ষের আগের দিন অর্থাত্ চৈত্র মাসের শেষ দিন। বাঙালির লোকসংস্কৃতি ও লোক উৎসবের অংশ এটি। হিন্দু ধর্মাবম্বলীদের মধ্যে এই উৎসব উদযাপন সীমাবদ্ধ নেই এখন। সর্বজনীনভাবে নাচে, গানে চৈত্র সংক্রান্তি পালিত হয়।

হিন্দু ধর্মাম্বলীরা দিনটিকে বিশেষভাবে পালন করেন। তারা কিছু নিয়ম ও প্রথার মাঝে থেকেই পূজায় লিপ্ত হন। এরমধ্যেই কী করা যাবে বা যাবে না তা নিয়েও থাকে কিছু নিয়ম। কথিত রয়েছে, এসব নিয়ম পালনে পুন্যলাভ হবে।

হিন্দু প্রথা অনুযায়ী চৈত্র সংক্রান্তির দিনটিতে কী করলে পুন্য মিলবে আর কী করা একদমই যাবে না তা জানব এই আয়োজনে_

চৈত্র সংক্রান্তিতে যা করবেন_

  • চৈত্র সংক্রান্তির এই দিনে কোনো তীর্থক্ষেত্রে স্নান করলে অক্ষয় পূণ্য লাভ হয় বলে হিন্দু প্রথায় বিশ্বাস করা হয়।
  • এই দিন উপবাস করতে হবে। দেব-দেবীর আরাধনায় মগ্ন থাকতে হবে। এই দিনে ক্ষমাপ্রার্থনা করা হয়। নতুন বছর যেন ভালো কাটে সেই প্রার্থণা জানানো হয়।
  • চৈত্রসংক্রান্তির দিন ভগবৎ আলোচনা করুন, কীর্তন শুনুন। দেব-দেবীর আরাধনায় মগ্ন থাকলে খারাপ সময় কেটে যাবে।
  • চৈত্র সংক্রান্তির সকালে উঠে গোসল করেই কিছু দান করুন। নিজের সাধ্যমত দরিদ্রদের মধ্যে দানদক্ষিণা করতে হবে। এতে নিজের সংসারে অভাব কাটে বলে বিশ্বাস করেন হিন্দু ধর্মাম্বলীরা।
  • বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করুন। খাবারের মাধ্যমে চৈত্র মাসকে বিদায় জানানো পূণ্যের কাজ বলে ধারণা করা হয়।
  • প্রবীণরা বার্ধক্যজনিত কারণে বিভিন্ন অসুখে ভোগেন। এই দিনটিতে তাদের সেবা করা পুন্যের কাজ বলে মনে করা হয়। বাড়ির তরুণ-তরুণীরা নদী থেকে পানি তুলে বাড়ির বয়স্কদের গোসল করান। এরপর পায়ে স্পর্শ করে প্রণাম জানিয়ে প্রবীণদের কাছ থেকে আশীর্বাদ নিবেন।
  • এই দিন বেশি সময় ঘুমাবেন না। সকালেই বিছানা ত্যাগ করুন। যেকোনো কাজে নিজেকে ব্যস্ত রাখুন। শেষ দিনটি ভালো কাটলে পুরো বছরই ভালো কাটবে বলে ধারণা করা হয়।
  • চৈত্র সংক্রান্তির এই দিনে আমিষ খাবার খাবেন না। নিরামিষ খাবার  দেব-দেবীর উদ্দেশ্যে নিবেদন করে তা প্রসাদরূপে গ্রহণ করুন।
  • এই দিন কাউকে মনোকষ্ট দিবেন না। এটি আপনার জীবনে অভিশাপ হয়ে যাবে। কারো সঙ্গে ঝগড়ায় জড়াবেন না। ছোট-বড় সবার সঙ্গেই শখ্যতা রাখুন।
Link copied!