আগুনে পুড়ে গেলে দেখা যায় হঠাৎ বিচলিত হয়ে কি করবো বুঝে উঠতে পারি না। পুড়ে যাওয়া ক্ষতস্থানে প্রাথমিকভাবে কী কী করতে হবে চলুন দেখে নিই—
- প্রাথমিক অবস্থায় আক্রান্ত স্থানে স্বাভাবিক তাপমাত্রার পানি ছাড়া অন্য কিছুই ব্যবহার করবেন না। ঠান্ডা পানি, বরফ, কুসুম গরম পানি—কোনোটাই পুড়ে যাওয়া স্থানের জন্য উপযোগী নয়। খুব ঠান্ডা পানি দিলে আক্রান্ত স্থানের কোষগুচ্ছ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বাড়ে।

- ভিত্তিহীন তথ্যের ওপর নির্ভর করবেন না। বাড়িতে নিজে বুদ্ধি করে কিংবা কারও কথায় প্ররোচিত হয়ে লবণ মেশানো পানি, ভাতের মাড়, তেল, টুথপেস্ট, ডিম—এ রকম কোনো কিছুই প্রয়োগ করা যাবে না।
- কাপড় বা কোনো কিছু দিয়ে আক্রান্ত স্থান বাঁধবেন না।
- আক্রান্ত স্থানে সিলভার সালফাডায়াজিন মলম প্রয়োগ করা যায়, কিন্তু এ ছাড়া অন্য কোনো মলম, জেলি, মধু কোনো কিছুই ব্যবহার করা যাবে না। কপালে, চোখের কাছে সিলভার সালফাডায়াজিন মলম প্রয়োগ করার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে; খুবই হালকাভাবে মলমটি লাগাতে হবে যাতে তা চোখে না চলে যায়।
যদি মনে চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে তাহলে দেরী করবেন না।








































