কোন ইমোজিতে কী অর্থ বোঝায়?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৩, ০৩:১৪ পিএম
কোন ইমোজিতে কী অর্থ বোঝায়?

সেই ১৯৯৭ সালে মোবাইল কমিউনিকেশনকে আরও আকর্ষণীয় করতে আবির্ভাব হয়েছিল ইমোজির। এসএমএসে দ্রুত মনের ভাব প্রকাশের জন্য আবিষ্কার হয় এই ইমোটিকনের। এর পর থেকেই দারুণ জনপ্রিয়তা পেতে শুরু করে ইমোজির ব্যবহার। এসএমএস থেকে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে ইমোজির ব্যবহার। ১৭ জুলাইকে ‘ওয়ার্ল্ড ইমোজি ডে’ হিসেবে পালন করা হয়। চলুন জেনে নেওয়া যাক কোন ইমোজির কী মানে।

রেড হার্ট
দূরে থেকেও প্রিয়জনকে ভালোবাসি জানাতে পারে এই ইমোজি।

স্মাইলিং ফেস উইথ হার্ট আইজ
আই লভ ইউ বা আই লভ দিস বোঝায় এই ইমোজি।

তালি
পার্টনারের হাতে হাত মিলিয়ে ঝটপট তালি। এটাই ছিল জাপানিদের তৈরি হাই ফাইভ ইমোজির মানে।

পরী আমি
মাথার ওপর নীল রঙের বলয়। ইমোজির দুনিয়ায় এর নাম অ্যাঞ্জেল ফেস। এটি মূলত ব্যবহার হয়, সবজান্তা হয়েও, দেখুন আমি কতটা নিষ্পাপ বোঝাতে।

গ্রিনিং ফেস
বন্ধুদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই ইমোজি।

স্মাইলিং ফেস উইথ সানগ্লাসেস
মুখে হাসি, চোখে চশমার এই ইমোজি ব্যবহার করা হয় ‘কুল’বোঝাতে।

ফ্লাসড ফেস
কাউকে কোনো কাণ্ডে হাতেনাতে ধরে ফেলেছেন, সে বিষয়টা একেবারে কাটিয়ে দিল কিংবা অজান্তে মিসটেক করে বসলে এটি ব্যবহার করা যায়।

পার্টি পপার
পার্টি বা সেলিব্রেশন বোঝাতে দারুণ জনপ্রিয় এই ইমোজি।

স্মাইলিং ফেস উইথ স্মাইলিং আইজ
খুশি বা আনন্দ বোঝাতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই ইমোজি।

Link copied!