বর্ষায় ঘরের বাড়তি যত্ন নিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ১০:০১ পিএম
বর্ষায় ঘরের বাড়তি যত্ন নিন
ছবি: সংগৃহীত

বর্ষাকাল প্রকৃতির জন্য আশীর্বাদ হলেও ঘরবাড়ির অবস্থা নাজেহাল হয়ে যায়। অতিরিক্ত বৃষ্টিপাত হলে  আর্দ্রতা বাড়ে। বৃষ্টির পানির জমতে শুরু করে। ঘরের ভেতরে স্যাঁতসেঁতে গন্ধ, দেয়ালে ছাঁচ, কাঠের আসবাবে পচন, ঘরের কোণায় পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়। তাই বর্ষায় ঘরের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাতে বাসস্থানের স্বাস্থ্যকর পরিবেশ বজায় থাকে।

ছাদ ও দেয়ালের রক্ষণাবেক্ষণ
বর্ষা শুরুর আগেই ছাদে ফাটল বা চিড় ধরা জায়গা থাকলে তা মেরামত করে নিন। কারণ বৃষ্টির পানি ফাটলের ভেতর দিয়ে ঘরে ঢুকে দেয়াল ভিজিয়ে দিতে পারে, যা থেকে ছাঁচ ও পোকামাকড়ের উৎপত্তি হয়। ছাদে জলাবদ্ধতা রোধে ড্রেন বা পানি নিস্কাশনের পথ পরিষ্কার রাখুন। দেয়ালে যদি পুরনো ছোপ পড়ে থাকে, তা স্ক্র্যাপ করে নতুন করে জলরোধক পেইন্ট করুন।

বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন
বর্ষায় ঘর স্যাঁতসেঁতে হয়ে পড়ে। তাই দরজা-জানালা খোলা রেখে ঘরের মধ্যে বাতাস চলাচল করাতে হবে। সম্ভব হলে প্রতিদিন অন্তত কিছু সময় ফ্যান বা এক্সহস্ট ফ্যান চালু রাখুন। এতে আর্দ্রতা কমে।

কাঠের আসবাবপত্রের যত্ন নিন
বর্ষাকালে কাঠের আসবাবে আর্দ্রতা ঢুকে ফোলাভাব ও পচন ধরতে পারে। আসবাবপত্র দেয়াল থেকে কিছুটা দূরে রাখুন যাতে বাতাস চলতে পারে। মাঝে মাঝে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। ন্যাপকিন বা কাপড় ভিজে গেলে সঙ্গে সঙ্গে পাল্টে দিন।প্রয়োজন হলে কাঠের আসবাবে পলিশ বা বার্নিশ করে নিন।

ফ্লোর ও কার্পেট পরিষ্কার রাখুন
বর্ষায় মাটিতে কাদাযুক্ত জুতা পরে ঘরে ঢুকলে ফ্লোর দ্রুত নোংরা হয়। দরজার পাশে ডোরম্যাট রাখুন এবং জুতা বাইরে রাখার অভ্যাস করুন। কার্পেট বা মাদুর শুকিয়ে রাখুন। আর্দ্র হয়ে থাকলে ছাঁচ ধরতে পারে। প্রতিদিন ফ্লোর মুছুন এবং জীবাণুনাশক ব্যবহার করুন।

রান্নাঘর ও বাথরুমের বিশেষ যত্ন
রান্নাঘর ও বাথরুমে স্যাঁতসেঁতে ও দুর্গন্ধ বেশি হয়।বাথরুমের ড্রেন এবং পাইপলাইন পরিষ্কার রাখুন যাতে পানি আটকে না যায়। রান্নাঘরের সিঙ্ক ও ক্যাবিনেট শুকনা রাখুন। বালতি, টব বা মগে পানি জমিয়ে রাখবেন না। এতে মশা জন্মাতে পারে।

বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করুন
বর্ষাকালে বৈদ্যুতিক দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। ভেজা হাতে সুইচ, প্লাগ বা তার ধরবেন না। ওয়্যারিং যদি পুরনো হয়ে থাকে, সেটি পরিবর্তন করুন।প্রয়োজন হলে একজন দক্ষ ইলেকট্রিশিয়ানের সহায়তা নিন।

পোকামাকড়ের উপদ্রব ঠেকান
আর্দ্র আবহাওয়ায় তেলাপোকা, উইপোকা, ছারপোকা ইত্যাদি বেড়ে যায়। প্রতিনিয়ত ঝাড়ু দিন ও শুকনো কাপড় দিয়ে মুছুন। ঘরের কোণায় ছত্রাক বা পোকা দেখা দিলে দ্রুত ঠিক করুন। রাতে জানালা খোলা রাখলে মশারি বা জাল ব্যবহার করুন।

ঘরের গন্ধ দূর করতে
বর্ষায় ঘরে একটা স্যাঁতসেঁতে, বন্ধ গন্ধ হয়। ন্যাচারাল ফ্রেশনার (লেবু, কর্পূর, বেকিং সোডা) ব্যবহার করুন। মাঝে মাঝে ধূপকাঠি বা সুগন্ধি মোমবাতি জ্বালান। ঘরে কিছু ঘরোয়া গাছ (তুলসী, মানিপ্ল্যান্ট) রাখলে বাতাস বিশুদ্ধ থাকবে।

Link copied!