• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করুন শ্যাম্পু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৩, ০৩:৫৯ পিএম
প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করুন শ্যাম্পু

বাজারে নানা ধরনের দামি ‘কেমিক্যাল ফ্রি’ শ্যাম্পু পাওয়া যায়। তবে তা কতটা নিরাপদ, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যায় না।

চুল ঝরঝরে, মসৃণ করার জন্য আমরা শ্যাম্পু ব্যবহার করে থাকি। এতে ভালো মতো পরিষ্কারও হয়। কিন্তু বাজারের কেনা শ্যাম্পুতে রয়েছে ক্ষতিকর রাসায়নিক উপাদান। যা দীর্ঘদিন ব্যবহারে চুল ও ত্বক দুটোরই ক্ষতি হয়। অন্যদিকে সবার চুলের জন্য সব শ্যাম্পু উপযুক্তও নয়। তাই ভরসা রাখতে পারেন প্রাকৃতিক উপাদানের ওপর। চুল নিরাপদ রাখার জন্য নিজের হাতেই তৈরি করে ফেলুন শ্যাম্পু। এর জন্য লাগবে সামান্য কিছু জিনিস। চলুন জেনে নিই বানানোর পদ্ধতি।

যা যা লাগবে

  • রিঠার গুঁড়া ২ টেবিল চামচ
  • শিকাকাই গুঁড়া ২ টেবিল চামচ
  • আমলকীর গুঁড়া ৩ টেবিল চামচ
  • মেথির গুঁড়া ১ টেবিল চামচ
  • পেঁয়াজের গুঁড়া ১ চা চামচ
  • গোলাপজল পরিমাণ মতো

যেভাবে বানাবেন
প্রথমে বড় একটি পাত্রে দুই কাপ পানি ফুটতে দিন। পানি ফুটতে শুরু করলে সব উপাদান এক সঙ্গে দিয়ে ২ ঘণ্টা ধরে ফুটতে দিন। এবার পানি কমে এলে একেবারে শেষে ওই মিশ্রণের মধ্যে দিয়ে দিন গোলাপজল। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে ঠাণ্ডা হলে কাঁচের পাত্রে ভরে রাখুন। এই শ্যাম্পু অনেকদিন পর্যন্ত রাখা যায়।

Link copied!