• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

প্রচুর চুল পড়ছে? জেনে নিন তার কারণ ও প্রতিকার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২, ২০২৩, ০৪:৫২ পিএম
প্রচুর চুল পড়ছে? জেনে নিন তার কারণ ও প্রতিকার

চুল মানুষের সুন্দর অঙ্গগুলোর একটি। আজকাল অনেক রোগী চিকিৎসকের কাছে চুলের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসেন। তারমধ্যে চুল পড়ার সমস্যা অন্যতম। চলুন চুল পড়ার কারণ ও তার প্রতিকার জেনে নেওয়া যাক-
কারণ

  • বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন, অল্প বয়সেই চুল পড়ে যাওয়ার বড় একটা বড় কারণ হলো স্ট্রেস বা মানসিক চাপ।
  • চুলের প্রতি অবহেলা এবং সঠিক যত্ন না নেওয়ার যার ফলে চুল পড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।
  • চুলে অতিরিক্ত পরিমাণে ব্লিচিং, ডাই করার ফলেও চুল পড়ে যায় । রিবন্ডিং করা এবং  ক্ষতিকর প্যাক ব্যবহার করার ও চুল পড়ার অন্যতম কারণ।
  • কম বয়সে চুল পড়ে যাওয়ার অন্যতম কারণ হল অস্বাস্থ্যকর ডায়েট। দৈনন্দিন আমরা ডায়েটে এমন সব খাবার রাখি, যা মাথার ত্বককে দুর্বল করে দেয়।
  • বর্তমান সময়ের আবহাওয়া, পরিবেশ দূষণ আমাদের স্বাস্থ্যের ক্ষতির জন্য সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে । টক্সিন এবং দূষণের ফলে চুলের গোড়া আস্তে আস্তে  দূর্বল হয়ে যায় । এর ফলে আঁচড়ালেই চুল পড়তে থাকে।
  • হরমোনের পরিবর্তন হলে বা  থাইরয়েড এবং বিভিন্ন রোগের কারণেও চুল পড়ে যেতে পারে।

প্রতিকার

  • চুল কেন বা কি কারনে পড়ছে সেটি খুঁজে বের করতে হবে । এটি কী বংশগত কারনে নাকি শারীরিক কোনো সমস্যার কারণে।
  • সাধারণত আমাদের রক্তে তিন ধরনের কণিকা আছে। এরমধ্যে প্লাটিলেট আমাদের দেহের ক্ষয় পূরণ করে ও দেহের বৃদ্ধিতে সাহায্য করে। পিআরপিতে রোগীর দেহ থেকে রক্ত নিয়ে সেন্ট্রিফিউজ মেশিনের সাহায্যে এই তিন ধরনের কণিকাকে পৃথক করা হয়ে থাকে।
  • পিআরপি থেরাপি সাধারণত ৬টি সেশন করলে ভালো ফল পাওয়া যায়।  আর ১২টি সেশন করলে চুলগুলো একটি ভালো অবস্থায় আসে। যার খরচ হেয়ার ট্রান্সপ্লান্টেশনের তুলনায় অনেক কম। ১২ সেশনের পরেও ৬-১১ ভাগ রোগীর মেইনটেনেন্স থেরাপি হিসেবে বছরে ২থেকে ৩ বার পিআরপি আবারও করা যেতে পারে।
  • আবার চিকিৎসা যদি যথাযথভাবে করা যায় তাহলে পিআরপি করলে সাফল্য আসবে। এতে চুলের গ্রোথ বুস্টআপ করা হয়। এরসঙ্গে মুখে খাওয়ার ঔষধ ব্যবহার করতে হয়। যদি এতে কাজ না হয়ে থাকে তবে হেয়ার ট্রান্সপ্লানটেশন করতে হবে। 
  • চুল পড়া বন্ধের জন্য আমরা ভালো করে না জেনে না বুঝে ঔষধ খাই বা ব্যবহার করি এতে অনেক সময় বিপরীত প্রতিক্রিয়া দেখা দেয়। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ ব্যবহার করবেন না । 
Link copied!