রোগের কারণে যতই মানুষ চিনি খাওয়া বাদ দিক না কেন, চিনি কিন্তু আরও নানা কাজে ব্যবহার করা যেতে পারে। ত্বকের সৌন্দর্য ধরে রাখতে রূপচর্চায় গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে চিনির ব্যবহার হয়। চলুন জেনে নেওয়া যাক চিনি কীভাবে ত্বকের সৌন্দর্যে কাজে লাগে।
- ত্বকের মৃত কোষ চমৎকারভাবে তোলার কাজ করে চিনি। কয়েক ফোঁটা অলিভ অয়েল ও নারকেল তেলের সঙ্গে এক চামচ চিনি মিশিয়ে স্ক্রাব করুন মুখে। চিনি গলে না যাওয়া পর্যন্ত স্ক্রাবিং করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
- ত্বকের ঔজ্জ্বল্য ফেরাতে চিনির ভূমিকা অনেক। কয়েক ফোঁটা অলিভ অয়েল ও এক চামচ লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে লাগিয়ে রাখুন মুখে। মিনিট ১৫ পর ধুয়ে নিন।
- চিনির কেরামতিতে আটকাতে পারেন ঠোঁট ফাটার সমস্যাও। বিটের রস ও চিনি মিশিয়ে লাগিয়ে নিন ঠোঁটে। নরম ও লালচে হওয়ার পাশাপাশি ফাটবেও না ঠোঁট।
- হঠাৎ ওজন কমলে বা বাড়লে ত্বকে স্ট্রেচ মার্ক পড়ে। স্ট্রেচ মার্কের মতো সমস্যা কমাতে কফি, চিনি, কাঠবাদাম তেল ও মধু মিশিয়ে নিয়মিত মালিশ করুন।