• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফোনের কভার স্বচ্ছ করবেন কীভাবে?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩, ০২:৪৭ পিএম
ফোনের কভার স্বচ্ছ করবেন কীভাবে?

মোবাইলের স্বচ্ছ কভারের কিছু সমস্যা রয়েছে। কিছুদিন ব্যবহার করলেই ধুলা ও ঘামের কারণে খাপগুলির লালচে বা হলুদ হতে শুরু করে। তখন আর সেটি দেখতে ভাল লাগে না। চলুন তাহলে জেনে নেওয়া যাক কীভাবে পরিষ্কার করা যায় ঘরোয়াভাবে-

  • হালকা গরম পানিতে দুই ফোঁটা বাসন মাজার তরল সাবান গুলে নিন। এবার ব্রাশ দিয়ে বেশ কিছুক্ষণ কভারটি পরিষ্কার করুন। পরিষ্কার পানিতে কাপড় বা তুলো ভিজিয়ে কভারটি মুছে নিন। ফোনে পুনরায় কভার পরানোর আগে ভালো করে শুকিয়ে নিতে ভুলবেন না যেন।
  • আপনার ফোনের কভার পরিষ্কার করতে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। একটি পাত্রে এক কাপ ভিনিগার, দুই চা চামচ বেকিং সোডা আর পানি মিশিয়ে, সেই মিশ্রণে কভারটি আধা ঘণ্টা ডুবিয়ে রা‌খুন। এরপর নরম একটা ব্রাশ দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিন।
  • একটি পাত্রে কিছুটা টুথপেস্ট, বাসন পরিষ্কার করার তরল সাবান, সামান্য লবণ এবং কিছুটা ভিনিগার আর পানি ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণের মধ্যে ১০-১৫ মিনিটের জন্য কভার ডুবিয়ে রাখুন। তারপর বার করে ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিন। দেখবেন, আপনার মোবাইলের কভার একেবারে নতুনের মতোই স্বচ্ছ হয়ে গেছে।
Link copied!