• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

গরমে বিদ্যুৎ বিল যেভাবে নিয়ন্ত্রণ করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৪, ০১:৪৬ পিএম
গরমে বিদ্যুৎ বিল যেভাবে নিয়ন্ত্রণ করবেন

চৈত্রেই চড়েছে তাপমাত্রার পারদ। দিন দিন গরম যেন বেড়েই চলেছে। গ্রীষ্মের আগেই  তাপমাত্রার এই চিত্র জানান দিচ্ছে আরও ভয়াবহ গরম পড়তে যাচ্ছে। প্রচণ্ড গরমে সর্বক্ষণের বন্ধু হয়ে যায় ফ্যান আর এসি। আর এসি ব্যবহারেই এই সময় বেশি ইলেকট্রিক বিল গুণতে হয়। কিন্তু এসি ছাড়া তো এক মুহূর্তও থাকা কষ্টকর। অসহ্য গরমে একটু প্রশান্তি পাওয়া যায় এসির বাতাসে। তবুও চিন্তা তো বাড়েই। কারণ মাস শেষে ইলেকট্রিক বিল চলে যাচ্ছে নাগালের বাইরে।

বর্তমান সময়ে কম-বেশি সবার বাড়িতেই এসি থাকে। গরমে বেশিরভাগ সময় এসি চলে। যা ইলেকট্রিল বিলও বাড়িয়ে দেয়। বিশেষ করে, মধ্যবিত্তরা এই চিন্তায় পেরেশান থাকেন। কীভাবে সাধ্যের মধ্যে বিল রেখে এসি ব্যবহার করা যায় তাই ভাবতে থাকেন পুরো মাসজুড়ে। তাই গরমে এসি ব্যবহারে হতে হবে সচেতন। আর এসি ব্যবহার করেও ইলেকট্রিক বিল কীভাবে নাগালে রাখা যায় তার কিছু ধারণা দিব এই আয়োজনে।

  •  অনেকে সারারাত এসি চালিয়ে রাখেন। রাতের তাপমাত্রা তুলনামূলক কম থাকে। তাই  রাতে এসি নাইট মোডে রাখুন। এতে তাপমাত্রা সামান্য বেশি হবে। কিন্তু ইলেকট্রিক  খরচ হবে কম।
  • এসির সঙ্গে ঘরের সিলিং ফ্যানও চালিয়ে দিন। এতে এসির ঠান্ডা বাতাস পুরো ঘরে ছড়িয়ে পড়বে। ঘর দ্রুত ঠান্ডা হবে। ঘর ঠান্ডা হলেই এসির তাপমাত্রা বাড়িয়ে দিন। এতে বিল  নিয়ন্ত্রণে থাকবে।
  • ঘরের এসি সময়মতো সার্ভিসিং করাতে হবে। এসির ফিল্টারে নোংরা থাকলে তা হাওয়াকে আটকে রাখে। এতে এসি চললেও ঘর ঠান্ডা হয় না। তাই নির্দিষ্ট সময় পরপর এসি পরিষ্কার করে নিন।
  • দিনের বেলায় গরম বেশি থাকে। তবুও গরম সহ্য করতে পারলে এসি ব্যবহার করবেন না। বরং দিনের সময়টাতে জানলা খুলে পর্দা সরিয়ে দিন। এতে ঘরের তাপমাত্রা ঠান্ডা থাকবে।
  • এসি রয়েছে বলেই সারাক্ষণ চালাতে হবে তা কিন্তু ঠিক নয়। এসি নির্দিষ্ট সময় ধরে চালান। টাইমার সেট করে দিন। নির্দিষ্ট সময় এসি চলবে। এতে ইলেকট্রিক বিলও কম আসবে।
  • পুরনো এসির ক্ষেত্রে ইলেকট্রিক বিল বেশি আসতে পারে। তাই প্রয়োজনে উন্নতমানের ও ভালো ব্র্যান্ড দেখে এসি কিনুন। ভালো ব্র্যান্ডের এসিগুলোতে বিদ্যুত সাশ্রয়ের অপশন থাকে।
  • রাতে ঘুমানোর আগে এসি চালিয়ে ঘর ঠান্ডা করে নিন। এরপর পাখা চালিয়ে দিন। ঘরের তাপমাত্রা সহনীয় রেখে ঘুমিয়ে পরুন। রাতভর ঘর ঠান্ডা থাকবে। ইলেকট্রিক বিলও সাশ্রয় হবে।
Link copied!