• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

বন্ধুত্ব টিকিয়ে রাখার কয়েকটি উপায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৩, ১১:১৯ এএম
বন্ধুত্ব টিকিয়ে রাখার কয়েকটি উপায়

বন্ধু ছাড়া জীবন ভাবা যায় না। কিন্তু এই বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্যেও মেনে চলতে হয় কিছু বিষয়। কারণ অনেক গভীর বন্ধুত্বও নিমিষেই ভেঙে চুরমার হয়ে যায় শুধুমাত্র কিছু আচরণ অথবা মানসিকতার কারণে। চলুন জেনে নেব বন্ধুত্ব টিকিয়ে রাখার কিছু উপায়-

 

  • বন্ধুত্বের সম্পর্কের ক্ষেত্রেই শুধু নয়, যেকোনো সম্পর্কেই একে অপরের প্রতি সৎ থাকতে হবে। বন্ধুত্বে সততা থাকলে ভুল–বোঝাবুঝির আশঙ্কা থাকে না। তাছাড়া ভালো বন্ধু পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো নিজে ভালো বন্ধু হওয়া।
  • মতে অমিল হলেই নিজের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা চালানো উচিত নয়। বন্ধুর সিদ্ধান্তকেও সম্মান করুন। তাকে বিচার করতে যাবেন না। বন্ধু তাহলে ছন্দপতন হবার সম্ভাবনা বেশি থাকে।
  • বন্ধুর প্রতি মনোযোগী হওয়াটা একজন প্রকৃত বন্ধুর পরিচয়। বন্ধু যখন বিষণ্নতা ও হতাশায় ভোগেন অথবা মানসিক কোনো সমস্যায় রয়েছে ঠিক তখনই তার পাশে থাকতে হবে।
  • নেতিবাচক মানসিকতার মানুষদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চালিয়ে নেওয়া কঠিন। এমন কারও সঙ্গে বন্ধুত্ব করতে হবে যে সবসময় ইতিবাচক চিন্তা করেন। বন্ধু যেমন, তাকে সেভাবেই গ্রহণ করুন।
  • পুরোনো হোক বা নতুন, বন্ধুর সঙ্গে সবসময় যোগাযোগ রাখতে হবে। অন্যদিকে বন্ধু ব্যস্ত থাকলে তাকে সময় নিতে দিন। যোগাযোগই বন্ধুত্ব টিকিয়ে রাখার অন্যতম প্রধান সহায়ক।
  • যে কোনো সফলতায় বন্ধুকে আরও এগিয়ে যাওয়ার প্রেরণা যোগানো। এবং পিছিয়ে পড়া বন্ধুর জন্য সহযোগীতার হাত বাড়িয়ে রাখা।
Link copied!