নতুন ফ্ল্যাটে এখন অনেকেই ওপেন কিচেনের পরিকল্পনা করে। বাড়ির আধুনিকায়নের অন্যতম অংশ এটি। ওপেন কিচেন দেখতেও সুন্দর হয়। আবার আধুনিকনতার স্পর্শও থাকে। তবে ওপেন কিচেন বানানোর আগে বেশ কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।
ক্যাবিনেট রং
রান্নাঘরে হালকা রঙের ক্যাবিনেট নয়। উজ্জ্বল রঙের সানমাইকা ব্যবহার করুন। বাহারি রঙের সানমাইকা রান্নাঘরের রূপ বদলে দিবে।
আলোকসজ্জা
আলো অন্দরসজ্জার গুরুত্বপূর্ণ উপকরণ। বসার ঘর কিংবা বেড রুম নয়, হেঁশেলকেও নানা রঙের লাইট দিয়ে সাজিয়ে তুলতে পারেন। রান্নাঘরে বাহারি আলো কিংবা এক রঙা বেশি আলো দিয়ে সাজিয়ে নিন। দেখতে বেশ ভালই লাগবে।
মার্বেলের ব্যবহার
রান্নাঘরের গ্যাসের স্ল্যাব এবং দেয়ালে টাইলস না লাগিয়ে কালো মার্বেলের ব্যবহার করুন।
মেঝেতে চমক আনুন
রান্নাঘরের মেঝেতেও বদল আনতে পারেন। কাঠের মেঝে বেশ ভাল মানায়। খুব বেশি খরচ করতে না চাইলে, কাঠের ট্রেক্সারযুক্ত ম্যাট ব্যবহার করুন।
দেয়ালের রং
রান্নাঘরের দেয়ালে অবশ্যই এমন রং ব্যবহার করুন, যা সহজে পরিষ্কার হয়। রান্না করার সময় তেল, ধোঁয়া বের হয়। এনামেল পেইন্ট ব্যবহার করলে তা দেয়ালে ছোপ ফেলতে দেয় না।








































