কোরবানির ঈদ মুসলিমদের একটি ধর্মীয় উৎসব। অধিকাংশ মানুষ এই সময় রাজধানী বা কর্মস্থল থেকে গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যান। তবে সড়কে বাড়তি ভিড়, দুর্ঘটনার ঝুঁকি, পরিবহনের সংকট, যানজট ও আবহাওয়া—সবকিছু মিলে ঈদযাত্রা এক বড় চ্যালেঞ্জ। সঠিক প্রস্তুতি ও সচেতনতা থাকলে এই ঈদযাত্রা হতে পারে অনেক বেশি নিরাপদ ও আরামদায়ক।
পরিবহন মাধ্যম ঠিক করুন
ট্রেন নিরাপদ ও আরামদায়ক, তবে টিকিট আগেই বুকিং দিন। বাস লাইসেন্সধারী ও বিখ্যাত কোম্পানির বাস ব্যবহার করুন। প্রাইভেট কার/মাইক্রোবাস গাড়ির কাগজপত্র ঠিক আছে কি না দেখে নিন। মোটরসাইকেল করে অনেকেই বাড়ি যান। যা তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ। হেলমেট, গ্লাভস, সেফটি গিয়ার অবশ্যই ব্যবহার করুন।
মৌসুম অনুযায়ী পোশাক ও ওষুধ রাখুন
বর্ষাকালে বৃষ্টি হতে পারে। তাই ছাতা, রেইনকোট রাখুন। যারা ডায়াবেটিস, প্রেসার বা অ্যাজমায় ভুগছেন, তাদের প্রয়োজনীয় ওষুধ সঙ্গে নিন।
খাবার ও পানির ব্যবস্থা রাখুন
ভিড়ের সময় অনেক সময় খাবার বা পানি পাওয়া যায় না। সেক্ষেত্রে শুকনো খাবার (বিস্কুট, রুটি, খেজুর) ও মিনারেল ওয়াটার সঙ্গে রাখুন।
চার্জার ও পাওয়ার ব্যাংক নিন
যেকোনো প্রয়োজনে ফোনে যোগাযোগ জরুরি। তাই পাওয়ার ব্যাংক ও ফোন চার্জ করে রাখুন।
গতি নিয়ন্ত্রণে রাখুন
দ্রুত গতিতে চালানো দুর্ঘটনার অন্যতম কারণ। প্রয়োজনে সময় নিয়ে ধীরে চলুন।
অতিরিক্ত যাত্রী বোঝাই গাড়ি এড়িয়ে চলুন
অনেক সময় অতিরিক্ত যাত্রী নেয়া হয়, যা আইন বহির্ভূত ও বিপজ্জনক। এমন গাড়িতে উঠা থেকে বিরত থাকুন।
প্রযুক্তি ব্যবহার করুন নিরাপদে
গুগল ম্যাপ ও ট্রাফিক অ্যাপ ব্যবহার করুন।অতিরিক্ত যানজট বা দুর্ঘটনাপ্রবণ সড়ক এড়িয়ে চলতে গুগল ম্যাপ ও ট্রাফিক অ্যাপের সহায়তা নিন।








































