শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে আবেদন পাঠাতে হবে।
পদের নাম
ব্যবস্থাপনা পরিচালক।
পদসংখ্যা
১।
যোগ্যতা
এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং/ লেদার টেকনোলজি/ বর্জ্য ব্যবস্থাপনা/
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
বিষয়ে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। প্রকল্প ব্যবস্থাপনা/
প্রকল্প বাস্তবায়নে অভিজ্ঞতা; ইংরেজি ও আইটি বিষয়ে দক্ষতা থাকতে হবে।
বয়স
২০২২ সালের ১৫ জুন
৫০-৬০ বছর হতে হবে।
চাকরির ধরন
এক বছরের জন্য চুক্তিভিত্তিক।
বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদন প্রক্রিয়া
চেয়ারম্যান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), ৩৯৮, তেজগাঁও শিল্প এলাকা,
ঢাকা-১২০৮ বরাবর আবেদন করে [email protected] এ ঠিকানায় ই-মেইল করতে হবে।
আবেদনের শেষ সময়
৫ এপ্রিল ২০২৩।
সূত্র: প্রথম আলো