• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বেলারুশকে পোল্যান্ডের হুঁশিয়ারি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১, ০৯:৩২ পিএম
সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বেলারুশকে পোল্যান্ডের হুঁশিয়ারি

বেলারুশ থেকে ইউরোপে অভিবাসনের প্রত্যাশায় সীমান্ত পেড়িয়ে পোল্যান্ডে অনুপ্রবেশের চেষ্টা করছে দেশটির কয়েকশো মানুষ। বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনগণকে পোল্যান্ডে অনুপ্রবেশে উস্কানি দিচ্ছেন বলে দাবি করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

এদিকে অভিবাসন প্রত্যাশীদের চাপে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে পোল্যান্ড। এ ধরনের ঘটনা দুই দেশের সীমান্তে ‘সশস্ত্র সংঘাতের’ আশঙ্কা তৈরি করছে বলে হুঁশিয়ার করেছে দেশটি।

বিবিসি জানায় সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে বেলারুশের শত শত মানুষ পোল্যান্ডে ঢোকার চেষ্টা করছে। এ ঘটনার পর পোল্যান্ড সেখানে অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে। কুযনিচায় একটি গুরুত্বপূর্ণ সীমান্ত বন্ধ করে দিচ্ছে কর্তৃপক্ষ।

পোল্যান্ড, ইইউ ও পশ্চিমা জোট ন্যাটোর অভিযোগ বেলারুস ইচ্ছাকৃতভাবে এই সমস্যা সৃষ্টি করছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বেলারুসের প্রেসিডেন্ট।

ইইউ ও নেটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ড, লিথুয়ানিয়া ও লাতভিয়া গত কয়েক মাস ধরেই তাদের দেশে অবৈধ অনুপ্রবেশ চেষ্টার অভিযোগ জানিয়ে আসছে। এই বিপুল সংখ্যক অভিবাসীদের বেশিরভাগই মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলো থেকে আগত বলে জানা গেছে।
 

Link copied!