তাইওয়ানের রাজধানী তাইপেতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৩ মার্চ) সকালে ৬.৭ মাত্রার ভূকম্পন হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে তাইওয়ান নিউজ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি উপকূল থেকে প্রায় ৫ মাইল দূরে। দক্ষিণ-পূর্বের শহর তাইতুং এবং হুয়ালিয়েনের দিক থেকে এর উৎপত্তি হয়। ভূকম্পনের কারণে রাজধানী তাইপের ভবনগুলোও কেঁপে ওঠে।
দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
কিছু কিছু জায়গায় বেশ কিছুক্ষণ ধরে কম্পন অনুভূত হয়। পরবর্তী সময়ে পরাঘাত কথা জানা গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। অনেকে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন।
২০১৮ সালে হুয়ালিয়ানের কাছে উপকূলে ৬.৪ মাত্রার ভূমিকম্পে ১৭ জন প্রাণ হারান। ২০১৬ সালে ৭.৩ মাত্রার ভূমিকম্পে মারা যান শতাধিক মানুষ। তাইওয়ানে ১৯৯৯ সালে একই ঘটনায় দুই হাজারের বেশি মানুষ নিহত হন।








































