যুদ্ধবিরতির ঘোষণার পরেও ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোলে তা মানা হচ্ছে না - এমন অভিযোগ করেছে ইউক্রেন। মারিউপোলের ডেপুটি মেয়র সেরহাই অরলভের দাবি, শহরের ওপর এখনও গোলাবর্ষণ চলছে।
বিবিসিকে সেরহাই বলেন, “রুশরা এখনও আমাদের ওপর হামলা চালাচ্ছে। তারা আমাদের ওপর গোলাবর্ষণ করেই চলেছে।”
যুদ্ধবিরতি না মানার বিষয়ে তিনি আরও যোগ করেন, “মারিউপোলে প্রকৃতপক্ষে কোন যুদ্ধবিরতি নেই। শরণার্থীদের যাতায়াতের পথেও কোন যুদ্ধবিরতি নেই। আমাদের বেসামরিক মানুষ শহর ছাড়তে চায়, কিন্তু তারা রাশিয়ার গোলাবর্ষণের হাত থেকে বাঁচতে পারছে না।”
শনিবার (৫ মার্চ) বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার জন্য ইউক্রেনের দুটি শহরে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। মস্কোর স্থানীয় সময় সকাল ১০টার দিকে যুদ্ধবিরতির ঘোষণা দেয় তারা।
ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের দশম দিন শুরু হল শনিবার। মূলত মানবিক দিক বিবেচনা করে ইউক্রেনের মারিউপোল ও ভলনোভাখা শহরে বেসামরিক নাগরিকদের যুদ্ধ অঞ্চল ছেড়ে যাওয়ার অনুমতির ঘোষণা দেয় রাশিয়া।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বেসামরিকদের নিরাপত্তা দেয়ার জন্য এই সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ইউক্রেনের কর্তৃপক্ষের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমঝোতা হয়েছে বলেও জানায় তারা।
এর আগে শহর অবরুদ্ধ করে রাখার কারণে মারিওপোলের মেয়র ভিডিয়াম বোইচেঙ্কো একটি হিউম্যানিটারিয়ান করিডোর ঘোষণা করে বেসামরিকদের উদ্ধারের সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানান। রুশ সেনাদের হামলাকে ‘নিষ্ঠুর’ বলে মন্তব্য করেন তিনি।