• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে ভুল করেছি: আশরাফ গনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২২, ০৮:২৯ পিএম
যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে ভুল করেছি: আশরাফ গনি

১৫ আগস্ট তালেবানের হাতে কাবুলের পতনের পরই আফগানিস্তান ছেড়ে পালান দেশটির সাবেক প্রেসিডেন্ট আশরাফ গানি। সম্প্রতি বিবিসির রেডিও ফোর চ্যানেলের সাক্ষাৎকারে যুক্ত হয়েছিলেন এই নেতা। জানিয়েছেন নিজের অভিমত।

বিবিসিকে গনি বলেন, তালেবানের দ্রুত ক্ষমতা দখলের জন্য আফগান জনগণ তাকে দোষারোপ করেছিল। তবে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক গোষ্ঠীকে বিশ্বাস করাই ছিল তার একমাত্র ভুল।

১৫ই অগাস্ট সকালেও তিনি দেশ ছেড়ে পালানোর কথা চিন্তা করেননি বলেও উল্লেখ করেছেন গনি। তিনি বলেন, ঘটনার দিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানান তালেবান বিদ্রোহীরা কাবুলে না ঢোকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং নিরাপত্তা বলয় ভেঙে প্রেসিডেন্টের প্রাসাদের ঢুকে পড়েছে।

এসময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে হতাশা ব্যক্ত করেন আশরাফ গনি। তিনি বলেন শান্তি চুক্তির বদলে বিদেশী সেনা প্রত্যাহারের প্রক্রিয়া করতে হয়েছে তাদের। এর ফলে সেটা তালেবানের ‘সহিংস অভ্যুত্থানের’ পথ সহজ হয়ে যায় বলে মনে করেন তিনি।

কাবুল পতনের পেছনে সব দায়ও নিজের কাঁধে নিতে চাননি এই নেতা। বরং আন্তর্জাতিক সহযোগী দেশগুলোকে বিশ্বাস করার কারণেই এই বিপর্যয় হয়েছে বলে দাবি করেছেন তিনি।

তালেবান ক্ষমতা দখলের পর সংযুক্ত আরব আমিরাতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন আশরাফ গনি।

 

Link copied!