• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

মেক্সিকোতে ৩৭ বাংলাদেশিসহ আটক ৬০০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০৪:১৭ পিএম
মেক্সিকোতে ৩৭ বাংলাদেশিসহ আটক ৬০০

অবৈধভাবে মেক্সিকো সীমান্ত দিয়ে অন্য দেশে প্রবেশের সময় দুই ট্রাকভর্তি
অভিবাসনপ্রত্যাশীদের আটক করা হয়েছে। এএফপি জানায়, আটকদের মধ্যে মধ্য অ্যামেরিকা এমনকি বাংলাদেশের অভিবাসন প্রত্যাশীরাও রয়েছেন। 

শুক্রবার মেক্সিকো কর্তৃপক্ষ গুয়াতেমালা সীমান্তের কাছ থেকে এসব অভিবাসীদের আটক করে। এক বিবৃতিতে দেশটির ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট জানায়, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজ থেকে ১৪৫ নারী ও ৪৫৫ জন পুরুষকে আটক করা হয়েছে।

এদের মধ্যে গুয়াতেমালার অভিবাসীই ৪০১ জন। এছাড়াও হন্ডুরাস, নিকারাগুয়, ঘানার ও ক্যামেরুনের নাগরিকও রয়েছেন। আটকদের মধ্যে মোট ৩৭ জন বাংলাদেশি ও একজন ভারতীয় আছেন।

হিউম্যান রাইটস কমিশনের স্থানীয় প্রধান টোনাটিউহ হার্নান্দেজ এই তথ্য নিশ্চিত করেন। আটককৃতদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া না হলে মেক্সিকোতেই আশ্রয় দেওয়া হতে পারে।

সাধারণত মধ্য আমেরিকার অভিবাসীরা যুক্তরাষ্ট্রে পৌঁছে উন্নত জীবন লাভের আশায় মেক্সিকোতে অনুপ্রবেশের চেষ্টা চালায়। যদিও আটক হওয়া অভিবাসনপ্রত্যাশীরা সহিংসতা ও দরিদ্রতা থেকে বাঁচতেই নিজের দেশ ছেড়ে এসেছেন বলে দাবি করছেন।

Link copied!