• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

মাঙ্কিপক্সে ভারতে প্রথম মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১, ২০২২, ০২:৪৭ পিএম
মাঙ্কিপক্সে ভারতে প্রথম মৃত্যু

মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত হয়ে এই প্রথম কোনো মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতে। কেরালার ত্রিশূরে আক্রান্ত ২২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরেন ওই যুবক। জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে ২৭ জুলাই হাসপাতালে ভর্তি হন তিনি।

শনিবার মারা যাওয়ার পর তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মারা গেছেন কি না, তা নিশ্চিত করতে গবেষণাগারে নমুনা পাঠানো হয়। পরে তার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, বিদেশ সফরে থাকাকালীনই ওই যুবক মাঙ্কিপক্সে সংক্রমিত হন। স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আক্রান্ত যুবকের দেহে কোনো র‌্যাশ ছিল না। তাই তিনি মাঙ্কিপক্স আক্রান্ত কি না, তা প্রথমে বুঝতে পারেননি চিকিৎসকরা।

মৃত্যুর পরই ১৯ জুলাইয়ের পরীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়। সেখানে মাঙ্কিপক্সে সংক্রমণের রিপোর্ট পজিটিভ আসে।

ভারতে এ পর্যন্ত পাঁচজনের দেহে মাঙ্কিপক্স ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চারজনই কেরালার বাসিন্দা।

চতুর্থ ব্যক্তি দিল্লির বাসিন্দা। তবে তার বিদেশ সফরের কোনো ইতিহাস নেই।

এছাড়া ভারতের প্রথম মাঙ্কিপক্স আক্রান্ত কেরালার অপর এক ব্যক্তি পুরোপুরি সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন বীণা জর্জ।

Link copied!