• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ভারতে করোনা আক্রান্ত আরও প্রায় ৩ লাখ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ০২:৩১ পিএম
ভারতে করোনা আক্রান্ত আরও প্রায় ৩ লাখ

করোনার নতুন ধরণ ওমিক্রনের প্রকোপে বিশ্বজুড়ে বেড়েছে সংক্রমণ। প্রতিবেশী দেশ ভারতে সংক্রমণ হার কিছুটা বাড়লেও মৃত্যু হার এখনও অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার দেশটিতে নতুন করে মোট ২ লাখ ৮২ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আগেরদিন আক্রান্তের সংখ্যা ছিল ২ লাখ ৩৮ হাজার।

এদিকে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) করোনায় মৃত্যু হয়েছে ৪৪১ জনের। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৮১৫ জন।

এই মুহূর্তে ভারতে মোট করোনা রোগীর সংখ্যা ১৮ লাখ ৩১ হাজার।  বুধবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এসব তথ্য প্রকাশ করে।

এছাড়াও হিন্দুস্তান টাইমস জানায়, মঙ্গলবার দেশটিতে টিকা নিয়েছেন ৭৬ লাখ ৩৫ লাখেরও বেশি মানুষ। এখনও পর্যন্ত ভারতে প্রায় ১৫৮ কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন টিকা কর্মসূচীর সফলতার কারণে দেশটিতে মৃত্যু হার এখন স্বাভাবিক রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী দেশটিতে করোনায় এ পর্যন্ত মোট ৪ লাখ ৮৩ হাজার ৪৬৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। যদিও বেসরকারি গবেষণায় দেখা যাচ্ছে, এই সংখ্যা ৩০ লাখের বেশি।

 

 

 

Link copied!