ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পঞ্চম দিনে আলোচনার টেবিলে বসেছে দুই দেশের প্রতিনিধি দল। যুদ্ধ বন্ধের লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব দিয়েছে দুপক্ষ।
ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর থেকে বলা হয়েছে, আলোচনায় তাদের প্রধান দাবি এই মুহূর্তে যুদ্ধ বিরতি ঘোষণা ও রুশ সৈন্য প্রত্যাহার। যদিও রাশিয়া বলছে, দুই পক্ষের স্বার্থ রক্ষা হয় এমন বোঝাপড়াই চায় তারা।
এর আগে এই বৈঠকে কোনো ইস্যুতে ছাড় না দেয়ার ঘোষণা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, এই আলোচনা থেকে কোন ফলাফল আসবে না। তবে নিজ দেশের স্বার্থ রক্ষায় ইউক্রেনকে চাপে রাখছেন রুশ প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি।
বৈঠক শুরু আগে রুশ সৈন্যদের অস্ত্র বিরতি দেওয়ার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। একইসঙ্গে ইউক্রেনকে দ্রুত ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি।
সোমবার কারিগরি ও নিরাপত্তা সংক্রান্ত সমস্যার কারণে আলোচনা কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয়। স্থানীয় সময় দুপুর ১২টায় বৈঠক শুরু হয়েছে।
বেলারুশের গোমেল অঞ্চলে এ বৈঠক চলছে। ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এটিই দুপক্ষের প্রথম বৈঠক।