• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বেলজিয়ামে ভিড়ের মধ্যে গাড়িচাপায় নিহত ৬


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০৬:৩৩ পিএম
বেলজিয়ামে ভিড়ের মধ্যে গাড়িচাপায় নিহত ৬

বেলজিয়ামের দক্ষিণ পূর্বাঞ্চলে মানুষের ভিড়ের মধ্যে প্রাইভেট কারের ধাক্কায় ৬ জন নিহত হয়েছেন। এতে অনেকে আহত হয়েছেন।

রোববার (২০ মার্চ) দেশের রাজধানী ব্রাসেলস থেকে ৩০ মাইল দূরে স্ট্রেপি ব্র্যাককিউনিজ শহরে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

পুলিশের মুখপাত্র ক্রিস্টিয়ানা ল্যানোকো বিবিসিকে জানান, এ ঘটনায় ৬ জন নিহত হয়ছেন। অনেকেই মারাত্মকভাবে আহত হয়েছেন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ক্রিস্টিয়ানা বলেন, “ঘটনা তদন্ত করে দেখা হবে। তবে এটি কোন সন্ত্রাসী হামলা নয়। এটি একটি দুর্ঘটনা। গাড়িটি ও চালককে আটক করা হয়েছে।”

জানা গেছে, প্রায় ৬০ জনের একটি দল সেখানে অবস্থান করছিলেন। একটি অনুষ্ঠানে যোগ দিতে তারা অপেক্ষা করছিলেন। এসময় দ্রুত গতিতে ছুটে আসা প্রাইভেট কারটি জটলার মধ্যে ধাক্কা দেয়।

Link copied!