• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ফিলিপাইনে মৃতের সংখ্যা ৪০০ ছাড়ানোর আশঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১, ১০:০১ এএম
ফিলিপাইনে মৃতের সংখ্যা ৪০০ ছাড়ানোর আশঙ্কা

শক্তিশালী টাইফুন রাইয়ের আঘাতে ফিলিপাইনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৫ জনে। পুলিশ জানায়, ঘূর্ণিঝড়ের পর এখনও ৫৬ জন নিখোঁজ রয়েছে। আহত হয়েছে অন্তত ৫০০ জন।

এ বছর ফিলিপাইনে আঘাত হানা সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা ৪০০ পেরোনোর আশঙ্কা করা হচ্ছে। টাইফুনের প্রকোপে ক্ষতিগ্রস্তরা বেঁচে থাকার জন্য জরুরি ভিত্তিতে বিশুদ্ধ পানি ও খাবারের সরবরাহের অনুরোধ করছেন।

ঘূর্ণিঝড়ে বিভিন্ন এলাকার ভবনের ছাদ উড়ে গেছে, উপড়ে পড়েছে গাছ ও কংক্রিটের বৈদ্যুতিক খুঁটি। নিশ্চিহ্ন হয়ে গেছে ফসলী জমি, প্লাবিত হয়েছে বিস্তীর্ণ গ্রাম।

২০১৩ সালের সুপার টাইফুন হাইয়ানের পর এত ক্ষয়ক্ষতি দেখেনি ফিলিপাইনবাসী। টাইফুন রাইয়ের আক্রমণে ৩ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ বাড়িঘর ও সাগর পাড়ের রিসোর্ট ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যায়।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দ্বীপগুলির মধ্যে রয়েছে বোহোল। সেখানে অন্তত ৯৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয়ভাবে ওডেট নামে পরিচিত সুপার টাইফুন রাই বৃহস্পতিবার সিয়ারগাও দ্বীপে আঘাত হানে। এ সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় ২৬০ কিলোমিটার।

Link copied!