• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

পুতিনের ভারত সফরে কি আশা করছেন মোদি?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২১, ০৭:০০ পিএম
পুতিনের ভারত সফরে কি আশা করছেন মোদি?

ভারত সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন তিনি। সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর ও দ্বিপাক্ষিক বৈঠক হিসেবে দেখা হচ্ছে একে।

স্নায়ুযুদ্ধের সময় থেকেই ভারতের মিত্র রাশিয়া। যদিও সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতায় সেই সম্পর্কে কিছুটা দূরত্বের সৃষ্টি হয়। তবে এই মুহূর্তে সীমান্তে চীনের সঙ্গে বিরোধ, আফগানিস্তানে তালেবানের উত্থান আর কাশ্মীরে পাকিস্তান সমর্থিত বিদ্রোহীদের আনাগোনা বাড়ায় আঞ্চলিক রাজনীতিতে রাশিয়ার সমর্থন ভারতের অবস্থানকে আরও মজবুত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিবিসির বিশ্লেষণে উঠে এসেছে এই বৈঠকের বেশ কিছু সম্ভাব্য দিক।

আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে প্রভাব বিস্তারে ভারতের জন্য রাশিয়ার গুরুত্ব অপরিসীম। তবে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে কোয়াড জোট গঠন করায় ভারতের ওপর কিছুটা অসন্তুষ্ট রাশিয়া। তাদের অভিযোগ পশ্চিমা দেশগুলো ভারতকে চীনবিরোধী রাজনীতিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। যদিও এটি সামরিক জোট নয় এমন দাবি করছে অংশীদাররা।

তাই কূটনীতিকরা মনে করছেন এবার দুই নেতার বৈঠকে অবশ্যই কোয়াড নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আফগানিস্তানের অবস্থার উন্নতিতে পরস্পরের সহযোগী হিসাবে কাজ করার ব্যাপারেও কথা হতে পারে দুই দেশের।

পুতিনের ভারত সফরের আলোচনায় প্রাধান্য পাবে আফগানিস্তান ইস্যুও। একইসঙ্গে ভারতের সঙ্গে কয়েকটি প্রতিরক্ষা চুক্তিও ঘোষণা করতে পারে রাশিয়া।

এছাড়াও বাণিজ্যিক, জ্বালানি, খনিজ, শিক্ষা, সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহায়তা বাড়ানোর চেষ্টা করবে উভয় দেশ।

Link copied!