• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

পরপর দুই ভূমিকম্পে কাঁপল ভারতের কর্ণাটক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২১, ০২:১১ পিএম
পরপর দুই ভূমিকম্পে কাঁপল ভারতের কর্ণাটক

ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকে পরপর দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ভূকম্পনের মাত্রা কম হওয়ায় তা নাগরিক জীবনে কোনও প্রভাব ফেলেনি বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে ৬৬ কিলোমিটার দূরে। বুধবার (২২ ডিসেম্বর) সকালে চিক্কাবল্লাপুর জেলায় ২ দশমিক নয় ও ৩ মাত্রার দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

কর্ণাটক রাজ্য প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, বেঙ্গালুরু থেকেও রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রায় এই কম্পন অনুভূত হয়। তবে এতে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সকাল ৭টার দিকে মাত্র ৫ মিনিটের ব্যবধানে দুইটি ভূমিকম্প অনুভূত হয়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক টুইটে জানায়, ভারতীয় সময় ৭টা ৯ মিনিট ৩৬ সেকেন্ডে কর্ণাটকের বেঙ্গালুরু থেকে ৭০ কিমি উত্তর উত্তর-পূর্বে আঘাত হানে প্রথম ভূমিকম্প। আর ৭টা ১৪ মিনিট ৩২ সেকেন্ডে বেঙ্গালুরুর ৬৬ কিমি উত্তর উত্তর-পূর্বে দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে।

Link copied!