• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাতিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৯:২০ পিএম
নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাতিল

সুইডেনের স্টকহোমে এ বছরও আয়োজিত হবে না নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। করোনা মহামারির কারণে বৃহস্পতিবার এ সিদ্ধান্ত জানিয়েছে নোবেল ফাউন্ডেশন।

রয়টার্স জানায়, প্রতি বছর নোবেল বিজয়ীদের নিয়ে স্টকহোমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও নৈশভোজ আয়োজন করা হয়। তবে গত বছরের মত এবারও স্বাস্থ্য সতর্কতা মেনে নিজ দেশে থেকেই নোবেল পুরস্কার গ্রহণ করবেন বিজয়ীরা।

গত বছর ইউরোপসহ গোটা বিশ্বে মহামারি ছড়িয়ে পড়ার কারণে অনলাইনেই নোবেল পুরস্কার বিতরণ করা হয়। এবারও নোবেল ফাউন্ডেশন আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, “আমরা মনে করি মহামারি শেষ না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিৎ।”

এছাড়াও এবাররে অনলাইন পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি টেলিভিশনে ও ডিজিটাল প্ল্যাটফর্মের সরাসরি সম্প্রচার করা হবে বলে জানায় নোবেল ফাউন্ডেশন। অক্টোবরের মাঝামাঝি অসলোতে নোবেল পুরস্কারের অনুষ্ঠান সূচি ঘোষণা করা হবে।

চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে বিশেষ কৃতিত্বের এ বছরের নোবেল পুরস্কার দেওয়া হবে। বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ৪ থেকে ১১ অক্টোবর পর্যন্ত।

Link copied!