• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

নেদারল্যান্ডসে লকডাউন ও টিকাবিরোধী বিক্ষোভে ব্যাপক সংঘর্ষ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ০৬:০২ পিএম
নেদারল্যান্ডসে লকডাউন ও টিকাবিরোধী বিক্ষোভে ব্যাপক সংঘর্ষ

গত সপ্তাহে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় তিন সপ্তাহের জন্য আংশিক লকডাউন ঘোষণা করে নেদারল্যান্ডস। একই সঙ্গে জনগণকে টিকাদানে উদ্বুদ্ধ করতেও জারি হয় নতুন আইন।

তবে নতুন বিধিনিষেধ নিয়ে অসন্তুষ্ট দেশটির অনেক মানুষ। কয়েকদিন ধরেই এ নিয়ে উত্তপ্ত ছিল পরিস্থিতি।

এরই মাঝে স্থানীয় সময় শুক্রবার করোনাবিধির বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ থেকে রটারডাম শহরে দাঙ্গা ছড়িয়ে পড়ে। নববর্ষ ও বড়দিনের আগে কঠোর বিধিনিষেধ জারি ও আতশবাজি নিষিদ্ধের প্রতিবাদে শহরে বিক্ষোভ করেন কয়েক হাজার বিক্ষোভকারী।

পুলিশ জানায়, বিক্ষোভকারীরা তাদের দিকে ঢিল ও আতশবাজি ছুঁড়ে এবং পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। টিকা সনদ বাধ্যতামূলক করার সরকারী পরিকল্পনা বাতিলেরও দাবি জানান বিক্ষোভকারীরা। বিক্ষোভ নিয়ন্ত্রণের সময় পুলিশের গুলিতে আহত হন দুইজন।

পুলিশের এক মুখপাত্র রয়টার্সকে জানান, বিক্ষোভের পরিস্থিতি জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ালে সতর্ক করতে গুলি ও জলকামান ব্যবহার করে তারা। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন রটারডামের মেয়র। সহিংসতায় মোট সাতজন আহত হয়েছে। অন্তত ২০ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

বিক্ষোভ নিয়ন্ত্রণে শহরে জরুরি অবস্থা জারি হয়েছে। এছাড়াও সহিংসতার পর প্রধান ট্রেন স্টেশনটিও বন্ধ করে দেওয়া হয়েছে।

Link copied!