• ঢাকা
  • বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৯ সফর ১৪৪৬

নাইজেরিয়ায় দুই শতাধিক স্কুল শিক্ষার্থী অপহরণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২১, ০১:৫০ পিএম
নাইজেরিয়ায় দুই শতাধিক স্কুল শিক্ষার্থী অপহরণ

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে দুই শতাধিক স্কুল শিক্ষার্থীকে অপহরণ করেছে সশস্ত্র ডাকাত দল। নাইজেরিয়ার স্কুলগুলোতে এক হাজারেরও বেশি শিক্ষার্থী অপহরণের শিকার হল এ বছর।

গার্ডিয়ান জানায়, ২০১৪ সালে চিবোক বোকো হারামের ৩০০ স্কুলছাত্রী অপহরণের পর এটিই দেশটির সবচেয়ে বড় অপহরণের ঘটনা। নিরাপত্তা ব্যবস্থার অভাব ও সশস্ত্র গোষ্ঠীর তাণ্ডবে নাইজেরিয়ার একদিকে যেমন অপহরণকারীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে, অন্যদিকে হাজার হাজার পরিবারের জন্য পরিণত হয়েছে নরকে। ভুক্তভোগীদের বেশিরভাগই স্কুলশিক্ষার্থী।

নাইজেরিয়াতে অনেকেই এই পরিস্থিতিকে “অপহরণের মহামারী” বলে মন্তব্য করছেন। নিরাপত্তা সঙ্কটের জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করছেন তারা। 

এমন পরিস্থিতিতে স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি হ্রাস পাচ্ছে। ফলে শিশুদের নিরক্ষরতার হার বৃদ্ধি ও বাল্যবিবাহ সমাজের প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তিন হাজারের বেশি সশস্ত্রগোষ্ঠী তৎপর রয়েছে এই অঞ্চলে। মধ্য ও উত্তর-পশ্চিম নাইজেরিয়া জুড়ে বিস্তৃত বনভূমিতে এদের মূল ঘাঁটি। শহর ও গ্রামাঞ্চলে সন্ত্রাসীদের প্রতিনিয়ত হামলায় আতংকের মধ্যে দিন কাটাচ্ছে সাধারণ জনগণ।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!