• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

নাইজেরিয়ায় যাত্রীবোঝাই নৌকাডুবি, নিহত ২৯


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ১১:৩২ এএম
নাইজেরিয়ায় যাত্রীবোঝাই নৌকাডুবি, নিহত ২৯

নাইজেরিয়ার কানো রাজ্যের বাগওয়াই নদীতে যাত্রীবোঝাই নৌকা ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন।

আল-জাজিরার খবরে জানায়, নৌকাটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল। অতিরিক্ত যাত্রী থাকায় নৌকাটি ভারসাম্যহীন হয়ে উল্টে যায়। নৌকায় থাকা অধিকাংশ যাত্রী পানিতে ডুবে যান। কমপক্ষে ২৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় উদ্ধারকারী কর্মকর্তারা জানান, নিহত ব্যক্তিদের মধ্যে অধিকাংশের বয়স ৮ থেকে ১৫ বছর।

রাজ্যের ফায়ার সার্ভিসের মুখপাত্র সামিনু আবদুল্লাহি বলেন, “মঙ্গলবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। বুধবার পর্যন্ত ২৯টি লাশ পেয়েছি। আরও ৭ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এখনো ১৩ ব্যক্তি নিখোঁজ রয়েছেন।”

সামিনু আবদুল্লাহির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, নৌকাটিতে ধারণক্ষমতা মাত্র ১২ জন। কিন্তু নৌকার কর্মচারীরা অনেকগুলো শিশুকে সেখানে নিয়েছিলেন। এসব শিশু নাইজেরিয়ার কানো রাজ্যের বাদাউ গ্রামের বাসিন্দা। তারা বাগওয়াই নামের শহরে একটি ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার জন্য নদী পার হচ্ছিল। বাগওয়াই নদীতে এর আগেও কয়েকবার নৌকাডুবির ঘটনা ঘটেছিল।

Link copied!