• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

দুর্বল হচ্ছে জাওয়াদ, ভারি বৃষ্টির ভয় নেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ০৪:১৮ পিএম
দুর্বল হচ্ছে জাওয়াদ, ভারি বৃষ্টির ভয় নেই

উপকূলে আঘাত হানার আগেই গতি হারিয়ে নিম্নচাপে পরিণত হয় ঘূর্ণিঝড় জাওয়াদ। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে বিকেলে ওড়িশার পুরী এলাকা অতিক্রম করে পশ্চিমবঙ্গের দিকে এগুবে নিম্নচাপটি।

আবহাওয়া অফিস জানায়, জাওয়াদের প্রভাবে রবিবার সকাল থেকে জলোচ্ছ্বাস শুরু হয়েছে দিঘায়। পুরীর সমুদ্র উপকূলও উত্তাল রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। ফলে বাংলাদেশ উপকূলে ঝড়ো হাওয়া কিংবা ভারি বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম।

বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হলেও রাজশাহী, রংপুর, ময়মনসিংহে হালকা বৃষ্টিপাত হতে পারে। ঢাকায় আগামীকাল থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।

শনিবারই শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয় ঘূর্ণিঝড়টি। রবিবার ঘণ্টায় ১১ কিলোমিটার গতিবেগের সাধারণ নিম্নচাপে রূপ নেয় জাওয়াদ।

রবিবার সকাল থেকেই কলকাতা, হুগলি, হাওড়াসহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিও হচ্ছে। রাত পর্যন্ত বৃষ্টিপাত অব্যহত থাকতে পারে।

ঘূর্ণিঝড়টি বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি আরও দুর্বল হবে বলে আশা করা হচ্ছে।

Link copied!