• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

দরিদ্র দেশে ৯৩০০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২১, ১১:০৪ এএম
দরিদ্র দেশে ৯৩০০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

করোনাভাইরাসের মহামারিতে বিশ্বজুড়েই বিপযর্স্ত অর্থনীতি। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া দরিদ্র দেশগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। দরিদ্র দেশগুলোকে আর্থিকভাবে সহায়তা করতে ৯ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক।

বার্তা সংস্থা এএফপির খবরে জানা যায়, বুধবার (১৫ ডিসেম্বর) অর্থ সহায়তার এই ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংকের ঋণ সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)। এর মধ্যে দক্ষিন আফ্রিকার দেশের সংখ্যাই বেশি। সংস্থাটির এটাই সবচেয়ে বড় আর্থিক সহায়তা।

বিশ্বব্যাংকের এ প্রতিষ্ঠান ৭৪টি দেশকে আর্থিক অনুদান দিয়ে থাকে। বিশ্বব্যাংক বলেছে, সহায়তা দেওয়ার এই অর্থের ২ হাজার ৩৫০ কোটি মার্কিন ডলার এসেছে উচ্চ ও মধ্যম আয়ের দেশগুলো থেকে। এছাড়া পুঁজিবাজার ও বিশ্বব্যাংকের নিজস্ব তহবিল থেকেও এসেছে এই অর্থ।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলেন, 'দরিদ্র দেশগুলোর করোনার সংকট মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মহামারিসহ ভবিষ্যতের যেকোনো সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সাহায্য করবে এ তহবিল।'

Link copied!