• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

তানজানিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২২


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০১:২৫ পিএম
তানজানিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২২

পূর্ব আফ্রিকার তানজানিয়ার পূর্বাঞ্চলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৮ জন।

শনিবার (১৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে ঘটনাটি নিশ্চিত করেছেন।

মরগোরো অঞ্চলের পুলিশ প্রধান মুসলিমের বরাত দিয়ে এক প্রতিবেদনে আল জাজিরা জানান, ঘটনাটি ঘটেছে অর্থনৈতিক অঞ্চল দার উস সালাম থেকে ১২০ মাইল দূরে মেলালা কিবাওনি অঞ্চলে। ট্রাকটি একটি মোটরসাইকেলকে অতিক্রম করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ প্রধান বলেন, “ট্রাকটি দার উস সালাম বন্দর থেকে কঙ্গোর উদ্দেশে যাচ্ছিল। অন্যদিকে বাসটি যাচ্ছিল পশ্চিম অঞ্চল মবেয়া থেকে টাঙ্গা অঞ্চলের দিকে। এসময় মোটরসাইকেলকে ট্রাকটি অতিক্রম করতে গিয়ে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।”

এর আগে ২০১৭ সালে এক দুর্ঘটনায় দেশটিতে ৩৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৩২ জনই ছিল স্কুল শিক্ষার্থী। এর দুই বছর আগে বাস-ট্রাক সংঘর্ষে একসঙ্গে ৪২ জন নিহত হয়।

Link copied!