• ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২, ১৮ মুহররম ১৪৪৬

টিকা না নেওয়ায় তিন হাজার স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১, ১১:০১ এএম
টিকা না নেওয়ায় তিন হাজার স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত

করোনা মহামারিতে টিকা না নেওয়ায় চলতি সপ্তাহে ফ্রান্সে বিনা বেতনে তিন হাজার স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবিসি জানায়, স্থানীয় সময় বুধবার কয়েক হাজার স্বাস্থ্যকর্মীকে নির্ধারিত সময়সীমার মধ্যে করোনার টিকা না নেওয়ায় নোটিশ দেওয়া হয়। 

দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান জানান, মহামারিতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রান্সে ২৭ লাখ স্বাস্থ্যকর্মী কাজ করছেন। গত জুলাইয়ে হাসপাতালের স্টাফ, নার্সিং হোমের অবসরপ্রাপ্ত কর্মী এবং ফায়ার সার্ভিস কর্মীদের ১৫ সেপ্টেম্বরের মধ্যে অন্তত এক ডোজ করোনার টিকা নিতে হবে বলে আল্টিমেটাম দেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ। টিকা না নিলে শাস্তি হিসেবে বিনা বেতনে বরখাস্ত করার হুঁশিয়ারিও দেন। 

এই পরিপ্রেক্ষিতে টিকা না নেওয়া তিন হাজার স্বাস্থ্যকর্মীকে বরখাস্তের নোটিশ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ।

দেশটির জাতীয় স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, হাসপাতালের ১২ শতাংশ স্টাফ এবং ৬ শতাংশ বেসরকারি চিকিৎসক এখনো করোনা টিকার একটি ডোজও নেননি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!