• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

গ্রিসে নৌকাডুবিতে ১৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১, ০৫:৫১ পিএম
গ্রিসে নৌকাডুবিতে ১৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

গ্রিসে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান জানায়, স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে এজিয়ান সাগরে এই নৌকা ডুবির ঘটনা ঘটে।

এছাড়াও মধ্য এজিয়ানের পারোস দ্বীপের ৮ কিলোমিটার দূরে শুক্রবার রাতে একটি পালতোলা নৌকা ডুবে যায়। এসময় ৬২ জনকে উদ্ধার করে কোস্টগার্ডরা। জীবিতরা জানিয়েছেন নৌকাটিতে অন্তত ৮০ জন যাত্রী ছিল।

গ্রিসের সংবাদমাধ্যম এথেন্স নিউজ এজেন্সি জানায়, এলাকাটি থেকে ১২ জন পুরুষ, তিন মহিলা ও এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

গত কয়েকদিনে এ নিয়ে অভিবাসীদের তিনটি নৌকা দুর্ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। পাচারকারীরা এসব অভিবাসনপ্রত্যাশীদের তুরস্ক থেকে ইতালিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে জানা গেছে।

এই চক্রটি গত কয়েক বছর ধরেই গ্রিসের পূর্ব এজিয়ান দ্বীপপুঞ্জ অভিবাসন সংকটের সৃষ্টি করেছে।

Link copied!