• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্যামেরুনে নাইট ক্লাবে আগুন, নিহত ১৬


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২, ১০:১১ এএম
ক্যামেরুনে নাইট ক্লাবে আগুন, নিহত ১৬

ক্যামেরুনের রাজধানী ইয়াওন্দির একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার।

বিবিসি জানায়, দেশটির রাজধানী ইয়াওনদেতে স্থানীয় সময় রোববার রাত আড়াইটায় এ ঘটনা ঘটে।  

দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়, নৈশক্লাবে যেসব আতশবাজি পোড়ানো হয়, সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। আতশবাজি বিস্ফোরণেই আগুন ভবনটিতে ছড়িয়ে পড়ে।

নৈশক্লাবটির এক নিরাপত্তা প্রহরী বলেন, ‘এটা রাত ২টার কিছু পরের ঘটনা। অধিকাংশ লোক রাত ৩টার দিকে এসে থাকেন। অনেক হতাহতের ঘটনা ঘটেছে।’

এদিকে স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে প্রতিবেদনে জানায়, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!