• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

কানাডায় ১০ লক্ষ শূন্যপদ, অভিবাসীদের স্থায়ী বসবাসের সুযোগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২২, ০৮:১২ পিএম
কানাডায় ১০ লক্ষ শূন্যপদ,  অভিবাসীদের স্থায়ী বসবাসের সুযোগ

চাকরিজীবীদের অবসরের বয়স ঘনিয়ে আসা ও তরুণদের চাকরির প্রতি অনীহার কারণে কানাডায় চাকরিতে বাড়েছে শূন্যপদের সংখ্যা।

এনডিটিভির প্রতিবেদন বলছে, ২০২১ সালের মে মাস থেকে দেশটিতে শূন্যপদের সংখ্যা ৩ লাখেরও বেশি বেড়েছে। ফলে বর্তমানে দেশটিতে ১০ লাখেরও বেশি চাকরির পদ খালি রয়েছে।

এসব শূন্য পদ পূরণ করতে পারবেন অভিবাসীরা। এমনকি কানাডায় তাদের স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন।

২০২০ সালে মে মাসের শ্রমশক্তি সমীক্ষায় কানাডায় শিল্প খাতে ক্রমবর্ধমান শ্রমিক ঘাটতি দেখা যায়। কানাডায় অভিবাসনের জন্য ক্রমবর্ধমান চাহিদার কারণও দেশটি কর্মীদের চাকরির ও অবসরে যাওয়ার বয়স কমিয়েছে।

২০২২ সালে কানাডা ৪.৩ লাখ স্থায়ী বাসিন্দাকে স্বাগত জানিয়েছে। যা দেশটির এযাবতকালের সর্বোচ্চ অভিবাসন হার।

আর ২০২৪ সাল নাগাদ এই লক্ষ্যমাত্রা ৪.৫ লাখের বেশি ধরা হয়েছে বলে জানা গেছে।

এমন পরিস্থিতিতে বেকারত্বের হার কম থাকায় ও চাকরির সুযোগ বেশি থাকায় অভিবাসীদের জন্য কর্মসংস্থানের অবাধ সুযোগ রয়েছে। অতএব, আপনি যদি কানাডায় স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে চান তবে এখনই চেষ্টা করাটাই আপনার জন্য সুবর্ণ সুযোগ।

Link copied!