কাজাখস্তানের সরকারবিরোধী আন্দোলনের মধ্যে চলমান সহিংসতায় গত এক সপ্তাহে ১৬৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে অন্তত তিন শিশু নিহত হয়েছে বলে জানা গেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহতদের মধ্যে ১০৩ জন মারা গেছে দেশের বৃহত্তম শহর ও সহিংসতার কেন্দ্র আলমাটিতে। স্বাধীন কাজাখস্তানের ৩০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সহিংসতা হিসেবে দেখা হচ্ছে একে।
তবে বিদেশি সেনা মোতায়েনের পর স্থানীয় সময় রোববার আলমাটি ও অন্যান্য শহরে পরিস্থিতি অনেকাংশে শান্ত ছিল বলে জানিয়েছে গার্ডিয়ান ও সিএনএন। কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে তারা।
সাননের দিনগুলোতে জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। সোমবার কিছু গণপরিবহন আবার চালু হবে বলে ঘোষণা করেছে আলমাটি কর্তৃপক্ষ।
উপপ্রতিরক্ষামন্ত্রী সুলতান গামালেতদিনভ বিক্ষোভকারীদের ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করে বলেন, “সন্ত্রাসবিরোধী অভিযান এখনো চলছে। সন্ত্রাসীরা সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এবং কাজাখস্তানে সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।”
আন্দোলনে পুলিশের হাতে আটক ব্যক্তিদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন। কাজাখস্তানের প্রেসিডেন্ট কার্যালয় জানায়, এ পর্যন্ত প্রায় ৫ হাজার ৮০০ জনের বেশি বিক্ষোভকারী আটক হয়েছে।





































