• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ইয়েমেনের প্রধান বিমানবন্দরে সৌদি জোটের হামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১, ১১:২৩ এএম
ইয়েমেনের প্রধান বিমানবন্দরে সৌদি জোটের হামলা

ইয়েমেনে রাজধানী সানার বিমানবন্দরে হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সৌদি জোটের দাবি, আন্তঃসীমান্ত বিমান হামলা চালানোর জন্য বিমানবন্দরটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করত বিদ্রোহীরা।

গত কয়েক বছর বিদ্রোহী বাহিনী বিমানবন্দরটি দখলে রেখেছে। যদিও জাতিসংঘ নেতৃত্বাধীন মানবিক ত্রাণ সহায়তার প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এটি। তবে সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়ে, বিমান হামলার আগে জাতিসংঘের কর্মীদের ওই এলাকা থেকে সরে যেতে আহ্বান জানিয়েছিল সামরিক জোট।

বিবৃতিতে আরো বলা হয়, নির্দিষ্ট কয়েকটি সামরিক স্থাপনাতেই বিমান হামলা করা হয়েছে। সৌদি সামরিক জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল টার্কি আল-মালকি জানান, “ছয়টি লক্ষ্যবস্তু, বিশেষ করে যেসব জায়গা থেকে ড্রোন হামলা চালানো হত, ড্রোন চালানোর প্রশিক্ষণ দেয়া হয়, প্রশিক্ষক ও প্রশিক্ষণকারীদের বাড়িঘর ও যেসব জায়গায় ড্রোন মজুদ রাখা হত সেসব স্থান লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।”

২০১৪ সালে ইয়েমেনের রাজধানীর দখল হুতিদের হাতে যায়। এরপরই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। ২০১৫ সাল থেকে হুতি বিদ্রোহীদের নির্মূলে ইয়েমেনে কাজ করছে সৌদি নেতৃত্বাধীন জোট। অভিযানে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। বাস্তুহারা হয়েছেন লাখ লাখ মানুষ।

Link copied!