• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ইতিহাস গড়েই পদত্যাগ সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রীর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ০১:৪২ পিএম
ইতিহাস গড়েই পদত্যাগ সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রীর

প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন সুইডেনের ম্যাগডালেনা অ্যান্ডারসন। তবে সেই ইতিহাস স্থায়ী হলো মাত্র কয়েক ঘণ্টার জন্য।

স্থানীয় সময় বুধবার ক্ষমতা গ্রহণের পরপরই নিজের পদত্যাগের ঘোষণা দেন তিনি। বিবিসি জানায়, জোটের শরিক দল  ক্ষমতা ছেড়ে দেওয়ায় ও নতুন সরকার বাজেট পাস করতে ব্যর্থ হওয়ায় এর দায় নিয়েই পদত্যাগ করেছেন অ্যান্ডারসন।

পার্লামেন্ট অধিবেশনে সংখ্যাগরিষ্ঠ ভোটে অভিবাসনবিরোধী বিরোধী দলের প্রস্তাবিত বাজেট পাস হওয়ার পর এই সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। জোটের শরিক দল, গ্রিনস পার্টিও জানায় “উগ্র ডানপন্থীদের তৈরি করা এই বাজেট আমরা কখনোই মেনে নেব না।”

যদিও অ্যান্ডারসন বলছেন, একক দলীয় সরকারের নেতা হিসেবে আবারও প্রধানমন্ত্রী পদ ফিরে পাওয়ার চেষ্টা করবেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী স্টেফান লোফভেনের স্থলাভিষিক্ত হয়েছিলেন ৫৪ বছর বয়সী এই নেত্রী। 

Link copied!