• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ইউক্রেনকে চাপে রেখে পারমাণবিক অস্ত্রের মহড়ায় পুতিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২২, ১২:৫৪ পিএম
ইউক্রেনকে চাপে রেখে পারমাণবিক অস্ত্রের মহড়ায় পুতিন

সীমান্তে উত্তেজনার মাঝেই বেলারুশের সঙ্গে সামরিক মহড়া করছে রাশিয়া। রয়টার্স জানায়, শনিবার উত্তর এবং কৃষ্ণ সাগরের সেই মহড়া পরিদর্শন করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার মস্কো জানায়, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এই যৌথ মহড়ায় পুতিন উপস্থিত থাকবেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই মহড়ায় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ একাধিক পারমাণবিক অস্ত্রের প্রদর্শনী থাকবে।

দুই দেশের সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা মহড়ায় অংশ নেবে। এর মাধ্যমে সামরিক হুমকি মোকাবেলায় তাদের সামরিক কমান্ড, সেনা, যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র কতটা প্রস্তুত আছে তা পরীক্ষা করা হবে বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হুঁশিয়ারি দিয়ে বলেন, কয়েক দিনের মধ্যে ইউক্রেন আক্রমণ করতে পারে রাশিয়া। পশ্চিমা দেশগুলোর দাবি আনুমানিক দেড় লাখ রুশ সেনা দুই দেশের সীমান্তে অবস্থান নিয়েছে।

পশ্চিমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী, রাশিয়ার স্থলবাহিনীর প্রায় ৬০ শতাংশ শক্তি ইউক্রেনের সীমান্তের কাছে মজুত রাখা হয়েছে। যদিও আক্রমণের পরিকল্পনার কথা আগে থেকেই নাকচ করে আসছে রাশিয়া।

Link copied!