• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আবুধাবিতে ইয়েমেনি বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ১১:৫৯ পিএম
আবুধাবিতে ইয়েমেনি বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, এই হামলায় তিনটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে।

স্থানীয় গণমাধ্যম আল-আরবিয়া ইংলিশের প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় দুই ভারতীয় ও এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও ছজন।

ইতিমধ্যে এই ড্রোন হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সোমবার আবুধাবি পুলিশের জানায়, আবুধাবি বিমানবন্দরের পাশে মুসাফ্ফাহত আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির তেল সংরক্ষণ কেন্দ্রে তিনটি ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে।

পুলিশের জানায়, “প্রাথমিক তদন্তে ছোটো বিমানের মতো একটি জিনিসের সন্ধান পাওয়া গিয়েছে। ধারণা করা হচ্ছে এই ড্রোন দিয়েই হামলা চালানো হয়েছে।’

তবে এ হামলায় বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ঘনটার পর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র হামলার দায় স্বীকার করে পরবর্তীতে এর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান।

গত কয়েক বছর ধরে হুতি বিদ্রোহীদের দমনে ইয়েমেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে আরব জোট। সম্প্রতি দুপক্ষের যুদ্ধে বিদ্রোহীরা তাদের প্রধান ঘাঁটি সাবার নিয়ন্ত্রণ হারানোর পরই সংযুক্ত আরব আমিরাতে হামলার হুমকি দেয়।

 

Link copied!