• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

আফগানিস্তান থেকে হামলায় পাকিস্তানে ৫ সেনা নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৭:০২ পিএম
আফগানিস্তান থেকে হামলায় পাকিস্তানে ৫ সেনা নিহত

আফগানিস্তানের বিদ্রোহীদের গুলিতে সীমান্তের ওপারে পাকিস্তানের পাঁচ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। রবিবার উত্তর-পশ্চিম কুররাম জেলার একটি সীমান্ত চৌকিতে এ হামলা চালানো হয়।

পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, আগস্টে তালেবান বিদ্রোহীরা কাবুল দখল করার পর এটি এ ধরনের দ্বিতীয় হামলা। সেনাবাহিনী বলছে এতে বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়েছে।

পাকিস্তানে তালেবান সমর্থিত বিদ্রোহীগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) রবিবারের হামলার দায় স্বীকার করেছে। আফগান ভূখণ্ড থেকে গুলি চালানোর কথা অস্বীকার করেছে দেশটির সরকার।

আফগানিস্তানের তালেবান সরকারের ডেপুটি মুখপাত্র বিলাল করিমি রয়টার্সকে বলেন, “আমরা অন্যান্য দেশগুলিকে, বিশেষ করে আমাদের প্রতিবেশীদের আশ্বস্ত করছি যে, ভবিষ্যতে কাউকে তাদের বিরুদ্ধে হামলার জন্য আফগান ভূমি ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না।”

গত বছরের শেষ দিকে টিটিপি ও পাকিস্তান সরকারের মধ্যে সমঝোতার জন্য বড় ভূমিকা পালন করে আফগানিস্তানের তালেবান গোষ্ঠী। তবে ডিসেম্বরে সেই আলোচনা ভেস্তে যায়। এরপর থেকেই সীমান্তে পাকিস্তানি বাহিনীর ওপর একের পর এক হামলা করা হচ্ছে।

Link copied!