ইউরোপজুড়ে দেখা দিয়েছে প্রচণ্ড দাবদাহ। তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে আছে। কয়েক দিন ধরে টানা দাবদাহে পর্তুগাল ও স্পেনে ১ হাজার ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
আন্দালু নিউজ বলছে, ইউরোপের বেশ কিছু অঞ্চলে দাবানল সৃষ্টি হয়েছে। এই অঞ্চলের কিছু অংশে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ওপর চলে যাওয়ার পর দাবানলের সৃষ্টি হয়। এতে পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে।
সপ্তাহখানেক ধরে চলা দাবানল নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক কর্মীরা রীতিমতো যুদ্ধ করেও খুব একটা নিয়ন্ত্রণে আনতে পারেনি। আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল বাহিনী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগে বলেন, “গত কয়েক দশকে তীব্র দাবদাহের কারণে হাজার হাজার মানুষ মারা গেছে। কখনো কখনো দাবদাহের কারণে দাবানলের সৃষ্টি হচ্ছে। চলতি বছর আমরা এরই মধ্যে স্পেন ও পর্তুগালের মধ্যকার উপদ্বীপে ১ হাজার ৭০০ মানুষের মৃত্যু দেখেছি।”
হ্যান্স ক্লুগে আরও বলেন, চরম দাবদাহ মাঝেমধ্যে স্বাস্থ্য ব্যবস্থার ওপর ঝুঁকি সৃষ্টি করতে পারে। বৃদ্ধ বয়সের লোকজন ও শিশুরা দাবদাহের কারণে বেশি ঝুঁকিতে পড়ছে।







































