ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় হাসপাতাল সূত্র মঙ্গলবার (১৫ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে।
ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কাসে আল-ওয়ালাজি (১৬) ও মোহাম্মদ নুঝুমকে (২৫) ইসরায়েলি বাহিনী জেরিকো শহরে মঙ্গলবার ভোরে পরিচালিত এক অভিযানের সময় বুকে গুলি করে।
জেরিকো হাসপাতালের পরিচালক রয়টার্সকে বলেন, “বুকে গুলিবিদ্ধ অবস্থায় দুই তরুণকে হাসপাতালে নিয়ে আসা হয়।”
স্থানীয় বাসিন্দারা জানান, অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়েছে। তবে মারা যাওয়া দুই যুবক সংঘর্ষে জড়িয়েছিল কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। অভিযানটি এক ঘণ্টার কম সময়ে শেষ হয় বলে জানায় তারা।
কয়েক মাস ধরে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সহিংসতা বৃদ্ধি পেয়েছে। বার্তা সংস্থা এএফপি অনুযায়ী, জেরিকোর এই দুজনসহ এ বছর মোট ২১৬ জন ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহত হয়েছেন।